টেনিস থেকে বিদায় নিচ্ছেন সানিয়া মির্জা
ভারতের প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জেতার নজির রয়েছে সানিয়ার। তবে এ বছরের শেষেই টেনিস জীবনের ইতি টানতে চলেছেন সানিয়া মির্জা।
বুধবার (১৯ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলস থেকে বিদায় নেওয়ার পরই জানিয়ে দিলেন, এ বছরই শেষবারের মতো কোর্টে দেখা যাবে তাকে। তবে যতদিন খেলবেন, ততদিন যত বেশি সম্ভব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান।
সঙ্গী নাদিয়া কিচেনককে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের ডাবলসে নেমেছিলেন সানিয়া; কিন্তু কাজা জুভান এবং তামারা জিদানসেক জুটির কাছে প্রথম রাউন্ডেই হেরে যান। তার পরই সংবাদ সম্মেলনে বলে দেন, ‘ঠিক করেছি এটাই আমার শেষ মৌসুম হতে চলেছে। প্রত্যেক সপ্তাহ ধরে ধরে এগোতে চাই। বছরের শেষ পর্যন্ত খেলতে পারব কি না জানি না। কিন্তু চেষ্টা করব।’ এক ওয়েবসাইটের কাছে এই বক্তব্যের সত্যতা স্বীকার করেছেন সানিয়ার বাবা ইমরান মির্জাও।
ভারতের প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জেতার নজির রয়েছে সানিয়ার। ডাবলসে অতীতে শীর্ষস্থানে ছিলেন। সিঙ্গলসে সর্বোচ্চ ২৭ নম্বরে উঠেছিলেন তিনি। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক রয়েছে তাঁর। শেষ বার গ্র্যান্ড স্লাম পেয়েছিলেন ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে, মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে। মোট তিনটি গ্র্যান্ড স্লাম রয়েছে তার।
তবে সম্প্রতি কোর্টে ভালো ফর্মে দেখা যাচ্ছিল না তাকে। ২০১৮ সাল থেকে মাতৃত্বকালীন বিরতি নিয়েছিলেন তিনি। এরপর মহামারিতে কোর্টে ফেরার সম্ভাবনা আরও থমকে যায়।
এসএ/