বড় সংগ্রহের পথে পাকিস্তান
মিরপুর টেস্টে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে পাকিস্তান। ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে হোঁচট খেলেও তৃতীয় উইকেট জুটিতে দলীয় ১৫০ রান টপকাল দলটি।
আজ শনিবার(০৪ ডিসেম্বর) থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশ মধ্যকার পাঁচ দিনের দ্বিতীয় বা শেষ টেস্ট শুরু হয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান।
তবে শুভ সূচনা করতে পারেননি উদ্বোধনী দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও আবিদ আলী। কারণ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের হাত ধরে প্রথম সাফল্য আসে প্রথম ইনিংসের ১৮.৩ ওভারে। তার বলে ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানলে বোল্ড আউট হন শফিক। ৫০ বল থেকে ২৫ রান করেন তিনি।
এরপর ২১তম ওভারে আবারও তাইজুলের আঘাত। এবার তার বলে কাট শট খেলতে গিয়ে আউট হন আবিদ আলী। ফলে ৩৯ রানে বিদায় নেন আবিদ।
তৃতীয় উইকেট জুটিতে ব্যাট করতে আসেন অধিনায়ক বাবর আজম ও আজহার আলী। পরবর্তীতে তারা আর উইকেট পড়তে দেননি। বাবর আজম ৯৯ বলে ৬০ রানে এবং আজহার আলি ১১২ বলে ৩৬ রানে অপরাজিতে আছেন।
তবে কুয়াশা আর ঘনকালো মেঘে আকাশ ঢেকে যাওয়ায় দেখা দেয় আলোর স্বল্পতা। এ কারণে দ্বিতীয় সেশন শেষ হওয়ার পর মাঠে খেলা গড়ায়নি। শেষ পর্যন্ত দিনের খেলা শেষ করতে বাধ্য হন ম্যাচ রেফারি।
এসআইএইচ/