কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেতৃত্বে ইমরুল কায়েস
বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার নেই বললেই চলে। বিশ্বমানের যে কয়জন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে তা স্ব স্ব ফ্রাঞ্চাইজির ব্যক্তিগত উদ্যোগে। যেখানে আবার সবার থেকে এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাদের হয়ে বিপিএলে প্রথমবারের মতো খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিকে। সঙ্গে আছেন উইন্ডিজের সুনিল নারিন ও ইংল্যান্ডের মঈন আলী।
ধারণা করা হয়েছিল দলটির নেতৃত্ব দেওয়া হবে ডু প্লেসিকে। নতুবা মঈন আলীকে। কিন্তু দলটির কর্তৃপক্ষ দেশি ক্রিকেটারেই আস্থা রেখেছেন। তারা নেতৃত্ব তুলে দিয়েছেন জাতীয় দলে আসা-যাওয়ার মাঝে থাকা ওপেনার ইমরুল কায়েসের কাঁধে। বুধবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ইমরুল কায়েসে আস্থা রাখার কারণ হতে পারে অতীত সাফল্য। কুমিল্লা ভিক্টোরিয়ানসের সর্বশেষ খেলা বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৯ সালে ইমরুল কায়েসের অধিনায়কত্বেই। তবে সেবার শুরুতেই তার উপর আস্থা রাখা হয়নি। শুরুতে এ দায়িত্ব দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে। কিন্তু তিনি আসর চলাকালীন ইনজুরিতে পড়ে দেশে ফিরে যান। তখন সেই দায়িত্ব পেয়েছিলেন ইমরুল কায়েস। পরে দলকেই চ্যাম্পিয়ন করেছিলেন।
এমপি/এসএন