সোমবার, ৩ মার্চ ২০২৫ | ১৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ‘বাঘ’

জয়াবর্ধনে-সাঙ্গাকারা-মুরালিধরনের যুগ শেষ হয়ে যাওয়ার পর বিশ্ব ক্রিকেটে শ্রীলঙ্কা দল খর্ব শক্তিতে পরিণত হয়। এ রকম ধারনা অবশ্য আগে থকেই অনুমিত ছিল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ কখনিই সে রকম শক্তিশালী দল হয়ে উঠতে পারেনি। তবে  উত্তোরনের পথে ছিল। আর এখানে ‘ভীত’ হিসেবে কাজ করেছিলেন ‘ পঞ্চপাণ্ডব ‘  মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ।

এদের বিদায়ের পর বাংলাদেশ  যতোটুকু উত্তোরণের পথে ছিল, সেখান বিরাট এক দাড়ি পড়বে। এখনও পঞ্চ পান্ডবের সবাই বিদায়  নেননি। মাশরাফি ২০১৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেট ছেড়ে দেয়ার পর ‘ পঞ্চপান্ডব ‘ উপাধি আর থাকেনি। নেমে আসে চারজনে।   এদিকে ইনজুরির কারণে  সেই চারজন অনেক সময়  একত্রে খেলতে পারেননি। কখনো  কখনো তিন, কখনো দুইয়ে নেমে এসেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম  ইকবালের ইনজুরির কারণে  তা নেমে আসে তিন জনে। আসর চলাকালীন শেষ দুই ম্যাচে সাকিব আল  হাসান ইনজুরিতে পড়লে দুই জন নিয়েই খেলতে নামে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে  সেই দুই ম্যাচে  পঞ্চপান্ডব ছাড়া বাংলাদেশের ক্রিকেট যে দিক হারা পথিক হতে চলেছে তাই যেন ফুটে উঠেছিল। দুইটি ম্যাচেই বাংলাদেশ আগে ব্যাটিং করে শতরানও করতে পারেনি। কিন্তু কাল থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ‍ টি –টোয়েন্টি র সিরিজে বাংলাদেশ খেলবে  পঞ্চপান্ডবের মাত্র  একজনকে নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ। বলা যায় পঞ্চাপান্ডব বিহীন বাংলাদেশ দলের যেন একটা ড্রেস রিহার্সেলই ! একদিকে দূর্ধষ পাকিস্তান, বিপরীতে হারে হারে বিধস্ত বাংলাদেশ। অভিজ্ঞতার পরিবর্তে তারুণ্যের শক্তিতে  নির্ভরশীল বাংলাদেশ।  এ যেন এক  নতুন  পরীক্ষা।  

পরীক্ষায়  ভালো করতে হলে প্রস্তুতি ভালোভাবে করতে হয়। কিন্তু বাংলাদেশ দল কী তা করতে পেরেছে? টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা বঙ্গোপোসাগরে ফেলে দিতে যে তরুণদের উপর ভর করা হয়েছে, তাদের উপর কী আসলেই নির্ভরা হওয়া যায়। নাজমুল হোসেন শান্ত তিন ম্যাচ খেলে  সাকুল্যে রান করেছেন মাত্র ২৪।  ইয়াসীর আলী রাব্বি জাতীয় দলে আগেও সুযোগ পেয়েছেন কিন্তু খেলা হয়নি কোন ম্যাচ। এবারও তিনি আছেন দলে। টেস্টের পরিচিত মুখ সাইফ হাসান সুযোগ পেয়েছেন প্রথম বারের মতো। আজ নাঈম শেখের  সঙ্গে তার ইনিংসের গোড়া পত্তন করার সম্ভাবনা খুব বেশি।  নতুন মুখ হিসেবে আরও আছেন অনূধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী ও পেসার শহীদুল ইসলাম।  ছয় জনের অপরজন   হলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।  এই তিন জনেরই  খেলার সম্ভাবনা কম।

দলের যে চিত্র তাতে ব্যাটিং লাইনে ভর করার মতো নাম  কোথায়। আশার আলো সেই পঞ্চপান্ডবেরই শেষ সলতে অধিনায়ক মাহমুদউল্লাহ। নাঈম শেখ টি-টোয়েন্টি বিশ্বকাপে রান পেলেও তা ছিল  স্রোতের বিপরীত। টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে মানানসই ছিল না।  আর আছেন আফিফ হোসেন  ধ্রুব, মোস্তাফিজুর রহমান। দুই  জনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিল চরমভাবে ব্যর্থ। সেখানে  মেহেদী হাসান অনেক ভালো খেলেছেন। নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ ছিলেন মন্দের ভালো। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক নাসুম আহমেদ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত   খেলেননি।   আজ থাকছেন তিনি প্রথম বিবেচনাতেই। এদের নিয়েই ঘরের মাঠ ‘বাঘ’  হয়ে উঠা বাংলাদেশ দলকে নিজেদের খেতাব ধরে রাখার মিশনে নামতে হবে।  এদের নিয়েই বাঘ হয়ে উঠা সম্ভব ছিল! কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে   উইকেটকে হাতিয়ার বানিয়ে যে ফায়দা   নেয়া হয়েছিল, যা বিশ্বকাপে গিয়ে হয়েছিল বুমেরাং, এবার পাকিস্তানের বিপক্ষে সেই পথে হাঁটছে না বিসিবি।

না হাঁটার কারণও আছে। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার  বিপক্ষে যে  রকম উইকেটে খেলা হয়েছে,  সেরকম উইকেটে পাকিস্তানের বিপক্ষে খেলতে গেলে  আরও বড় বিপদ নেমে আসতে পারে। কারণ পাকিস্তানের ব্যাটসম্যানরা যেমন স্পিন ভালো খেলতে পারেন,তেমনি আবার তাদের স্পিন আক্রমণও বাংলাদেশের চেয়ে অনেক ভালো। কাজেই বিপদ সব দিক থেকেই। একমাত্র ভালো খেলাই  হতে পারে এই ভয়ংকর বৈতরনি পাড়ি দেয়ার একামাত্র রাস্তা। বাঘের খেতাব ধরে রাখা। 

Header Ad
Header Ad

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোট ১,০৩০ টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৬৬ হাজার ৪০২টি। ফলে প্রতি সিটের বিপরীতে লড়বে ৬৪ জন পরীক্ষার্থী। সোমবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 'এ' ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) আবেদন পড়েছে ৩২,৬৫৮ টি, বি ইউনিটে (কলাও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) আবেদন পড়েছে ২৩,৭৯২টি এবং সি ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) আবেদন জমা পড়েছে ৯,৯৫২ টি।

গত ২৮ ফেব্রুয়ারি ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হলেও পেমেন্ট প্রক্রিয়া চলে ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ে ১,০৩০ টি সিটের বিপরীতে ৬৬ হাজার ৪০২ জন পরীক্ষার্থী পেমেন্ট সম্পন্ন করেছে। ফলে প্রতি সিটের বিপরীতে লড়বে ৬৪ জন পরীক্ষার্থী।

'এ' ইউনিটের আসন সংখ্যা ৩৫০ টি। 'বি' ও 'সি' ইউনিটের আসন সংখ্যা যথাক্রমে ৪৪০ ও ২৪০ টি। 'এ' ইউনিটের একটি আসন পেতে লড়বে ৯৩ জন, 'বি' ইউনিটের প্রতিটি আসনের বিপরীতে ৫৪ জন এবং 'সি' ইউনিটে লড়বে ৪১ জন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, '৬৬ হাজার ৪০২ জন পেমেন্ট করেছে এটাই আমাদের প্রকৃত আবেদন সংখ্যা। এটার ভিত্তিতে ইউনিট প্রধানদের জানিয়ে দেব। আমরা আগামীকাল সেন্ট্রাল কমিটির সাথে বসে আলোচনা করে কেন্দ্রগুলো নির্ধারণ করব।'

এ বিষয়ে তিনি আরও বলেন, 'যেহেতু এবার আবেদন বেশি পড়েছে কোটবাড়িতে যদি কেন্দ্র সংকুলান না হয় তাহলে আমরা কুমিল্লা শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহায়তা নিয়ে ওখানে কেন্দ্র স্থাপন করব।'

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় 'সি' ইউনিট এবং একই দিনে বিকেল ৩টায় 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

Header Ad
Header Ad

মিঠাপুকুরে স্কুলের লিজকৃত জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুলের লিজকৃত জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুরে ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের লিজ দেওয়া জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক আমিরুজ্জামান বুলবুল সংবাদ সম্মেলনে স্থানীয় ভূমিদস্যুদের কৌশল ও দাপটের বিষয় তুলে ধরেন।

শনিবার (১ মার্চ) দুপুর ২ টায় ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক আমিরুজ্জামান বুলবুল জানান, বিদ্যালয়ের গিলাঝুকি মৌজায় ৭.৯৩ একর জমিতে বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে একটি পুকুর খনন করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে টেন্ডারের মাধ্যমে ৩ বছরের জন্য সেরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ওই পুকুরের ইজারা দেওয়া হয়। তবে, পুকুর খনন করা জমির মালিকানা দাবি করে জনৈক এনামুল হক হীরা নামের ব্যক্তি আদালতে মামলা করেছেন, যার নোটিশ বিদ্যালয় কর্তৃপক্ষও পেয়েছে। এ বিষয়ে আদালতের বিচারের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বক্তব্য যথাসময়ে আদালতে পেশ করবে।

প্রধান শিক্ষক বুলবুল আরও জানান, এনামুল হক হীরা ইজারাদারকে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে স্ট্যাম্পে সই নিয়ে নিয়মবহির্ভূতভাবে ইজারাদারি হস্তান্তর করেন। এরপর তিনি ওই পুকুরপাড়ে গাছ রোপণসহ বিভিন্ন অপকর্ম শুরু করেন। এতে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠেন এবং বিদ্যালয়ের স্বার্থ রক্ষায় স্থানীয় বাসিন্দারা এক সভা করে কথিত ইজারাদারের স্থাপনা গুড়িয়ে দেন।

এছাড়াও, প্রধান শিক্ষক আমিরুজ্জামান বুলবুল উল্লেখ করেন যে, এনামুল হক হীরা বর্তমানে স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে ১২টি হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের জমি ও পুকুর দখল চেষ্টাকারী এনামুল হক হীরা ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত এনামুল হক হীরা চৌধুরী বলেন, ‘‘আমি পৈত্রিক সূত্রে স্কুলের জমি পেয়েছি এবং সে অনুযায়ী মামলাও করা হয়েছে।’’

Header Ad
Header Ad

ওসির বাড়িতে ডাকাতি: গুলি করে নিয়ে গেছে ৩টি গরু  

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় ওসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল গুলি করে তিনটি গরু নিয়ে গেছে।

রোববার (২ মার্চ) দিবাগত সোয়া ১টার দিকে পেকুয়ার মেহেরনামা আলিয়াঘোনা এলাকায় ওসি জাহেদুল কবিরের বাড়িতে এই ঘটনা ঘটে।

ওসি জাহেদুল কবিরের বাড়িতে তার বাবা আহমদ কবির এবং ছোট ভাই মনিরুল কবির থাকেন।ওসি জাহেদুল কবির চট্টগ্রাম শহরের চকবাজার থানার ওসি। আর গরুগুলো দেখাশোনা করতেন তার ভাই মনিরুল কবির রাশেদ।

স্থানীয়রা জানায়, চকরিয়া-পেকুয়ায় গরু চুরির ঘটনা অহরহ। গরু চুরির জন্য অনেককে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। সম্প্রতি চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের প্রধান নবী হোসাইনকে গ্রেপ্তার করেন থানার ওসি জাহিদুল কবির।

স্থানীয়দের ধারণা, এই ক্ষোভ থেকেই ওসির গ্রামের বাড়ি থেকে গরু লুট করার ঘটনা ঘটতে পারে।

পেকুয়া থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা লিখিতভাবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ জন
মিঠাপুকুরে স্কুলের লিজকৃত জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ওসির বাড়িতে ডাকাতি: গুলি করে নিয়ে গেছে ৩টি গরু  
ওবায়দুল কাদের দেশেই আছেন দাবি সাংবাদিক ইলিয়াসের
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত সুজনের মানবেতর জীবন
হিমাগারে আলু রাখতে কেজিতে লাগবে পৌনে ৭ টাকা
শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের মৃত্যু
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
আদালতে কাঁদলেন কামাল, বললেন আর আওয়ামী লীগ করব না (ভিডিও)
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন, কয়েক কারখানায় ছুটি
পুরো গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পরিকল্পনা ইসরায়েলের
পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ড. ইউনূস
যাদের হাতে উঠল এবারের অস্কার  
মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ
পাকিস্তানে গাড়িতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ৬
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া  
লন্ডন সম্মেলনে ইউক্রেনকে সমর্থনে চার পদক্ষেপ  
সেকেন্ড রিপাবলিক ‘তত্ত্ব’ থেকে সবাই একটু সাবধান থাকবেন : মির্জা আব্বাস  
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৮  
খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে শুনানি আজ