অস্ট্রেলিয়ান ওপেন
রাডুকানু-মারের জয়
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনে নেই কোনো অঘটন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সহজ জয়ে প্রথম রাউন্ডের বাধা উতরে গেছেন তারকাদের অনেকে। তবে ব্যতিক্রম ছিলেন এমা রাডুকানু এবং অ্যান্ডি মারে। প্রথমবার মেলবোর্ন টুর্নামেন্টে খেলতে নেমে তিন সেট লড়ে বিজয়ের হাসি হেসেছেন ব্রিটিশ রাডুকানু। তার স্বদেশি মারে কষ্টার্জিত জয় পেয়েছেন পাঁচ সেটের থ্রিলারে।
মার্গারেট কোর্ট অ্যারেনায় ব্রিটেনের নাম্বার ওয়ান টেনিস কন্যা শুরুটা করেছিলেন দারুণ। স্লোয়েন স্টিফেনসকে প্রথম সেটে হারেন ৬-০ গেমে। পরের সেটেই পথ হারিয়ে হেরে বসেন (৬-২)। আমেরিকান প্রতিপক্ষের বিপক্ষে দ্রুত কামব্যাক করে তৃতীয় সেট ৬-১ গেমে জিতে নেন ২০২১ ইউএস ওপেন জয়ী রাডুকানু। তার মতোই তিন সেটের লড়াইয়ে জিতেছেন আরিনা সাবালেঙ্কা ও তামারা জিদানসেক।
মেয়েদের এককে সরাসরি সেটের জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন অ্যাঞ্জেলিক কেরবার। কাইয়া কানেপিকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। ম্যাগডালেনা ফ্রিচকে (৬-৪, ৬-৩ গেমে) পরাস্ত করেছেন টুর্নামেন্টে অন্যতম ফেবারিট সিমোনা হালেপ। আনা বন্ডারকে আনাস্তাসিয়া পাভলেচেনকোভা, হ্যারিয়েট ডার্টকে ইগা সোয়াতেক এবং ক্লারা বুরেলকে গার্বিনে মুগুরুজা সরাসরি সেটে হারিয়েছেন।
ছেলেদের এককে শুরুতেই ধুঁকতে হলো মারেকে। জর্জিয়ান প্রতিপক্ষ নিকোলোজের বিপক্ষে দারুণ শুরু পেলেও হঠাৎ হঠাৎ ছন্দপতনে পাঁচ সেট পর্যন্ত লড়তে হয়। শেষতক ৬-১, ৩-৬, ৬-৪, ৬-৭ (৫/৭), ৬-৪ গেমের জয়ের স্বস্তির নিঃশ্বাস ফেলেন ব্রিটিশ তারকা মারে। প্রথম রাউন্ডের বাধা টপকাতে ফেলিক্স অগারকেও খেলতে হয়েছে পাঁচ সেট।
অন্যদিকে অনায়াস জয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছেন স্টিফানোস সিৎসিপাস। তিনি জিতেছেন ৬-২, ৬-৪, ৬-৩ গেমে। সরাসরি সেটের জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন দালিন মেডভেদেভ এবং ডিয়েগো শোয়ার্টজম্যান।
এসএ/