জন্মদিনে টস হারলেন তামিম, ব্যাটিংয়ে বাংলাদেশ
আজকের ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের প্রতিপক্ষ কিংবা আয়ারল্যান্ড বাংলাদেশের প্রতিপক্ষ, না কি এই দুই দলের প্রতিপক্ষ বৃষ্টি। ২২ গজের ক্রিকেটে বৃষ্টি এমনই এক শক্ত প্রতিপক্ষ, যে তার সঙ্গে কখনো পেরে উঠা সম্ভব হয়নি। অঝোর ধারায় বৃষ্টিতে ফুটবলসহ অন্য অনেক খেলা হলেও ক্রিকেটের জন্য সোজা দাঁড়ি টানা। নেই কোনো ছাড়। সর্বোচ্চ ছাড় ম্যাচের আয়ু কমিয়ে ওভার কমিয়ে আনা। তা যদি সম্ভব না হয়,বৃষ্টি পিঠ দেখিয়ে দেয় ম্যাচকে। খেলা হয়ে যায় পরিত্যক্ত।
সেমবাব (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নিশ্চিত করার ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে যথাসময়েই মাঠে গড়াতে যাচ্ছে।
নির্দিষ্ট সমেয়ে টস হলেও কিন্তু আকাশের গুমটভাব কাটেনি। আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বিকাল ৫টার দিকে।
যে আবহাওয়াতে টস হয়েছে, তাতে টস জয় ম্যাচে অনেক বড় ভূমিকা রাখে। বলা যায় ম্যাচ জেতার অর্ধেক কাাজটা হয়ে যায় টস জেতার মাধ্যমে। সেই টস জেতা আর হয়নি বাংলাদেশের । ইংল্যান্ডের বিপক্ষে গোটা সিরিজে টানা ৬ ম্যাচে টস জেতার পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরেছিল বাংলাদেশ। এবার গুরুত্বপূর্ন সময়েও আর টস জেতা হয়নি অধিনায়ক তামিম ইকবালের। আজ আবার ছিল তার ৩৪তম জন্মদিন। কি আর করা? অগত্যা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নির আমন্ত্রণে বাধ্য হয়ে ব্যাটিং করতে নামতে হচ্ছে তামিম ইকবালকে।
এমন কন্ডিশন পেসারদের জন্য স্বর্গ। সেরা একাদশে তাই পেসারদের আধিক্য দেখা যায়। প্রথম ম্যাচে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলেছিল। আজকের একাদশেও রাখা হিয়েছে সেই তিন পেসারই। কিন্তু সেখানে আনা হয়েছে এক পরিবর্তন। মোস্তাফিজুর রহমানকে একাদশের বাইরে রেখে ফিরিয়ে আনা হয়েছে হাসান মাহমুদকে। সর্বশেষ তিনি ওয়ানডে খেলেছিলেন গত বছর ৪ ডিসেম্বর মিরপুরে ভারতের বিপক্ষে। এখন পর্যন্ত তিনি ৬টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৮টি। তার সেরা বোলিং ছিল ২৮ রানে ৩টি।
আয়ারল্যান্ডের একাদশেও পরিবর্তন আছে একটি। লেগব্রেক বোলার গ্রেথ ডিলানিকে একাদশের বাইরে রেখে অভিষেক হতে যাচ্ছে ২০ বছর বয়সি বাঁহাতি অফ ব্রেক বোলার ম্যাথু হামফ্রিয়েসের।
বাংলাদেশ সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মো. তৌহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবাদত হোসেন চৌধুরী, ও নাসুম আহেমদ।
এমপি/এমএমএ/