ইনজুরিতে প্রথম ম্যাচে অনিশ্চিত মাশরাফি
মাশরাফি ক্রিকেট খেলবেন আর ইনুজরিতে পড়বেন না, তা কী আর হতে পার? ইনজুরি আর মাশরাফি যেন দুজন দুজনার। দীর্ঘ বিরতির পর বিপিএল দিয়ে মিনিস্টার ঢাকার হয়ে আবার মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নড়াইল এক্সপ্রেস। কিন্তু সেই প্রস্তুতিতেই তিনি শিকার হলেন আবার ইনজুরিতে। আর এ কারণেই মিনিস্টার ঢাকার হয়ে প্রথম ম্যাচে তার মাঠে ফেরা অনিশ্চিত হয়ে উঠেছে।
বিপিএল মাঠে গড়াবে ২১ জানুয়ারি। আর সেদিনই দ্বিতীয় ম্যাচে মাশরাফির দল মাঠে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে। কোনো কারণে প্রথম ম্যাচে মাশরাফি খেলতে না পারলে তার মাঠে নামা আরো পিছিয়ে যাবে। মাশরাফি সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২০ সালের ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। সেই আসরে তিনি ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন।
বিপিএল দিয়ে মাঠে নামবেন বলে গত কয়েকদিন থেকেই অনুশীলন করছিলেন মাশরাফি। হালকা অনুশীলন করে নিজেকে ফিট করে তুলছিলেন। আজও (১৮ জানুয়ারি) তিনি অনুশীলন করছিলেন। ছোট ছোট রানআপে তিনি বোলিং করছিলেন। এরপর বড় রান আপে বোলিং করতে গিয়েই বাধে বিপত্তি। এ সময় পিঠে ব্যথা অনুভব করতে থাকেন। সঙ্গে যোগ হয় হ্যামস্ট্রিংয়ের ব্যথাও।
মাশরাফির ইনজুরি নিয়ে মিনিস্টার ঢাকার ফিজিও এনামুল হক বলেন, ‘মাশরাফির ব্যাথা আছে। যদি ব্যাথা কমে তাহলে উনাকে নিয়ে আমরা ইতিবাচক চিন্তা-ভাবনা করব। আর যদি ব্যাথা না কমে তাহলে প্রথম ম্যাচে তাকে নিয়ে আমরা কোনো রকমের ঝুঁকি নেব না। আমাদের হাতে এখনো দুই দিন সময় আছে।
এমপি/এসআইএইচ