বিপিএল শুরুর আগেই করোনার আঘাত
দ্রুত ছড়াচ্ছে অমিক্রন। সরকার স্বাস্থ্যবিধি মানার জন্য বিধিনিষেধ আরোপ করলেও তা মোটেই মানা হচ্ছে না। এরই মাঝে ২১ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। কিন্তু মাঠে গড়ানোর আগেই কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বিসিবির সিনিয়র ফিজিশিয়ান ডাক্তার দেবাশীষ চৌধুরী।
গতকাল সোমবার (১৭ জানুয়ারি) থেকে দলগুলো জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে শুরু করেছে। তার আগে সবাইকে করোনার টেস্ট করাতে হচ্ছে। সেখানেই কয়েকজনের করোনা পজিটিভ এসেছে। এ বিষয়ে ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘জৈব সুরক্ষা বলয়ে আসার আগে সবাইকে করোনা টেস্ট করানো হয়ে থাকে। কাল যাদের করোনা টেস্ট করানো হয়েছিল, তাদের কয়েকজনের পজিটিভ এসেছে। তারা হোটেলে, উঠতে পারেননি। নিজ নিজ বাসায় চলে গিয়েছেন। সেখানেই তারা আইশোলেশনে থাকবেন। ১০ দিন পর আবার করোনা টেস্ট করে নেগেটিভ আসলে তারা আবার দলের সঙ্গে যুক্ত হতে পারবেন।’
বিপিএলে অংশ নিচ্ছে ৬টি ফ্রাঞ্চাইজি। ক্রমান্বয়ে দলগুলো হোটেলে উঠবে। গতকাল কোনো কোনো দল উঠার পর আজ ও আগামীকাল বাকিরা উঠবে। ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘আজ যারা উঠবে তাদেরও করোনা টেস্ট কারানো হয়েছে। আগামীকালও যারা উঠবে একইভাবে তাদেরও করোনা টেস্ট করানো হবে।'
এমপি/টিটি