চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে দেশের কথা
দুয়ারে কড়া নাড়ছে বিপিএল। মাঠে গড়াবে ২১ জানুয়ারি। এদিকে বাড়ছে অমিক্রনও। এর মাঝে ফ্রাঞ্চাইজিগুলো তাদের আনুষ্ঠানিকতা সারতে শুরু করেছে। আজ রাজধানীর একটি হোটেলে ঘটা করে জার্সি উন্মোচন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাতে থাকছে দেশের কথা!
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফ্রাঞ্চাইজির চেয়ারম্যান আখতারউজ্জামান, ভাইস চেয়ারম্যান শাজনিন খান, ব্যবস্থাপনা পরিচালক কে.এম.রিফাতুজ্জামান, ক্রিকেটার নাসুম আহমেদ, এনামুল হক জুনিয়র, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, বিদেশি ক্রিকেটার ইংল্যান্ডের উইল জ্যাকস, রায়াদ এমরিট, হেড কোচ পল নিক্সন, বোলিং কোচ শন টেইটসহ আরও অনেকে।
কিছুদিন আগে বাংলাদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাঝে উদযাপন করা হয়েছে বিজয়ের ৫০ বছর। তার রেশও এখনও রয়ে গেছে। সেই রেশ থাকছে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে। যেখানে দেশের গৌরবজনক নানা উপখ্যান যেমন ভাষার লড়াই, স্বাধীনতা বিজয় স্থান পেয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিফাতুজ্জামান বলেন, ‘বিজয়ের ৫০ উদযাপন করেছি আমরা। সে কারণেই আমরা জার্সিতে তার প্রতিচ্ছবি রেখেছি। স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই আমাদের এই প্রয়াস।’ চট্টগ্রামের জার্সি ডিজাইন করেছেন সেজান লিঙ্কন।
চট্টগ্রামের ট্রাভেল পার্টনার হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। www.ctgchallengers.com নামে ওয়েবসাইটও তারা চালু করেছে।
এমপি/এএন