বঙ্গবন্ধু বিপিএল
বরিশালকে শিরোপা এনে দিতে আশাবাদী সাকিব
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের অষ্টম আসর। আসন্ন এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বরিশাল ফরচুন। শিরোপা জয়ের লক্ষ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে তারা। সবার আগে সাকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তির কাজটি সেরে ফেলেছে বরিশাল।
বরিশাল ফরচুনের সঙ্গে চুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্য়ক্ত করেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। ফরচুন বরিশালের হয়ে এবার খেলব। প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ। চেষ্টা থাকবে আমরা যেন বরিশালকে এবারের শিরোপাটা দিতে পারি।’
সাকিব বলেন, ‘আমি দল নিয়ে খুবই হ্যাপি। আমার কাছে মনে হয়, আমাদের ভারসাম্যপূর্ণ একটি দল আছে। সব দলই আসলে ভালো। আমাদের আসলে মাঠে পারফর্ম করতে হবে। আমার কাছে মনে হয়, আমাদের ভারসাম্যপূর্ণ একটি দল আছে। সব দলই আসলে ভালো। আমাদের আসলে মাঠে পারফর্ম করতে হবে।’
সাকিব আল হাসান বলেন, ‘আন্তরিকভাবে দুঃখিত। কোভিড বেড়ে যাচ্ছে, এটা সবার জন্যই ঝুঁকিপূর্ণ। এ কারণেই আসলে যাওয়া হয়নি। এটা না হলে অবশ্যই যেতাম। যেতে পারলে ভালো লাগত। আমি খুব রোমাঞ্চিত হয়ে ছিলাম, যে গেলে সবার সাথে দেখা হতো। আমরা আশা করব, আপনারা দূর থেকে আমাদের সমর্থন করবেন আর আমরা শিরোপা নিয়ে আপনাদের সাথে দেখা করব।’
প্রসঙ্গত, শনিবার (১৫ জানুয়ারি) থেকে বিপিএলের দলগুলোর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করার কথা রয়েছে। সেই হিসেবে আজ রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ম্যানেজমেন্ট অফিসে স্থানীয় ক্রিকেটার এবং কোচদের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে চুক্তি সম্পন্ন করে বরিশাল ফরচুন। সেই অনুষ্ঠানে সাকিব আল হাসান এবং খালেদ মাহমুদ সুজনসহ সব খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসআইএইচ/