সুখ স্মৃতি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
কেটে গেছে নিউ জিল্যান্ড সফরের দু:স্মৃতি। সেখানে উদয় হয়েছে নতুন ভোরের। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে ৮ উইকেটে জয়ের সুখ স্মৃতি নিয়ে শনিবার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। অকল্যান্ড থেকে দুবাই হয়ে তারা দেশে ফিরেছেন।
অতীতে বাংলাদেশ দল যতবার নিউ জিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছিল, ততোবারই ছিল ব্যর্থতার ভারী বস্তা কাঁধে। এবার সেখানে সেই ভারী বস্তা হালকা হয়েছে। প্রথমবারের মতো টেস্ট সিরিজ ১-১ ড্র করেছে।
মাউন্ট মঙ্গানুই টেস্ট ৮ উইকেটে জয় ছিল দীর্ঘ ২১ বছরের পথ চলায় প্রথম জয়। ম্যাচের হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচ। কিন্তু এই সাফল্য ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে ধরে রাখতে পারেনি। তিন দিনেই হেরেছিল ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে। সময় লেগেছিল তিন দিন। যে কারণে টেস্ট আগে শেষ হলেও বাংলাদেশ দলকে দেশে ফিরতে হয়েছে আগের সূচি অনুযায়ী। যেখানে দ্বিতীয় টেস্টের মেয়াদ ধরা হয়েছিল সূচি অনুযায়ী ৫ দিনই। তবে বিসিবির পক্ষ থেকে ফ্লাইট এগিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সম্ভব হয়নি। তবে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম দুই দিন আগেই ফিরে আসেন।
এমপি/এসআইএইচ