ইংল্যান্ড-অস্ট্রেলয়ার পঞ্চম টেস্ট
গোলাপি বলের টেস্টে দলে ফিরেই হেডের সেঞ্চুরি
সিরিজ আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। অ্যাসেজ রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। তাই পঞ্চম টেস্ট অনেকটাই নিয়ম রক্ষার। হোবার্টে গোলাপি বলের টেস্টের প্রথম দিন আবার হানা দিয়েছিল বৃষ্টি। ৫৯.৩ ওভার পর আর খেলাই মাঠে গড়ায়নি। তাতে কী? এর মাঝেও সেঞ্চুরি তুলে নিয়েছেন এক টেস্ট পর ফিরে আসা ট্রাভিস হেড। ১০১ রান করে তিনি আউট হন। প্রথম দিন শেষে অজিদের সংগ্রহ ৬ উইকেটে ২৪১ রান।
টস হেরে ব্যাট করতে নেমে সিরিজে প্রথমবারের মতো বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। মাত্র ১২ রানে হারায় ৩ উইকেট। একে একে ব্যর্থ হন ওয়ার্নার, আগের টেস্টের উভয় ইনিংসের সেঞ্চুরিয়ান ওসমনা খাজা ও স্টিভের স্মিথ। এরপর ট্রভিস হেড হাল ধরে বিপদ সামাল দেন।
প্রথমে তিনি সঙ্গ পান লাবুশানের। পরে ক্যামেরুন গ্রিনের। লাবুশোনের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৭১ রান যোগ হয়। লাবুশান আউট হন ৪৪ রানে ব্রডের বলে বোল্ড হয়ে। পঞ্চম উইকেট জুটিতে বড় সংগ্রহ যোগ হয়। হেড-গ্রিন মিলে যোগ করেন ১২১ রান। ১১২ বলে ১২ চারে সেঞ্চুরি করার পরই তিনি আউট হয়ে যান ১০১ রানে। ওয়াকসের বলে রবিনসনের হাতে ধরা পড়েন। হডের এটি ক্যারিয়ারের চতুর্থ শতক।
গ্রিনও আউট হয়ে যান ৭৪ রানে। উডের বলে ক্রোলির হাতে ধরা পড়েন তিনি। ব্রড ও রবিনসন ২টি করে উইকেট নেন। এই ম্যাচে অভিষেক হয় ইংল্যান্ডের বিলিংসের।
এমপি/এসআইএইচ