টিকে গেলেন ডোমিঙ্গো, থাকছেন না গিবসন
বাংলাদেশের কোচিং প্যানেলে যে ব্যাপক রদ-বদলের আভাস ছিল, তা আপতত বাক্সবন্দী হয়ে গেছে। নতুন কোচের সন্ধান না পাওয়াতে টিকে গেছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তবে নিজ থেকে সরে গেছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। এদিকে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিতে যাচ্ছেন তামিম-সাকিবেদর সাবেক প্রধান কোচ জেমি সিডন্স। আজ সিলেটে এমনটিই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির নুতন চেয়ারম্যান জালাল ইউনুস।
ডোমিঙ্গোর বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘আপনারা জানেন এখনো পযন্ত আমাদের কাছে কিন্তু হেড কোচ নেই (বিকল্প)। আমরা জেমি সিডন্সকে নিয়ে আসছি ব্যাটিং পরামর্শক হিসেবে। সে ফেব্রুয়ারির শুরুতে আমাদের এখানে আসবে। কিন্তু আমাদের কোনো হেড কোচ নেই। কয়দিন আগে আপনাদেরকে মাননীয় সভাপতিও জানিয়েছেন যেহেতু বিকল্প হেড কোচ নেই এবং ডোমিঙ্গোর সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে, সেহেতু তাকেই চালিয়ে নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘উনি বলেছেন জানুয়ারি মাসে একটা পরিকল্পনা করবেন, দেখা যাক। আসলে প্রধান কোচ, নির্বাচক প্যানেল এসব কিন্তু বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। যেহেতু ব্যাক টু ব্যাক খেলা। নিউজিল্যান্ড থেকে এসে বিপিএল, এরপর আফগানিন্তান আসবে। এটা শেষ হলেই যাবে দক্ষিণ আফ্রিকা। এই ব্যস্ততা ও যেহেতু একটা চুক্তি তার সঙ্গে করা হয়েছে সেহেতু তাকে চালিয়ে নেওয়া হচ্ছে। তবে আমাদের অন্য চিন্তাও আছে পুরো কোচিং প্যানেল নিয়ে। ওটিস গিবসন চলে গেলো, ওদিকে জেমি সিডন্স আসবে।’
গিবসনের চলে যাওয়া নিয়ে জালাল ইউনুস বলেন, ‘হ্যাঁ ওর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে (২০ জানুয়ারি) এই মাসে। ও বলেছে যে আমাদের সঙ্গে সে আর চালিয়ে নিতে চায় না।’ গিবসন পাকিস্তান সুপার লিগে ( পিএসএল) মুলতানের সুলতানের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন। পিএসএল শুরু হবে চলতি মাসের ২৭ তারিখ। নিউ জিল্যান্ড সফর শেষে বাংলাদেশ দল এখনো সেখানেই রয়ে গেছে। আগামীকাল তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে।