টিকা জটিলতায় জামাল ভূঁইয়াদের ইন্দোনেশিয়া সফর বাতিল
দলের সকল ফুটবলারের করোনা ভ্যাকসিনের দুই ডোজ টিকা না দেওয়ার কারণে বাংলাদেশ দলের ইন্দোনেশিয়া সফর বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানিয়ারি) এক ভিডিও বার্তায় এইকথা জানান বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। সফরে ২৪ ও ২৭ জানুয়ারি দুইটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।
ভিডিও বার্তায় কাজী নাবিল বলেন, ‘আগামী ২৪ ও ২৭ জানুয়ারি আমাদের ইন্দোনেশিয়াতে দুইটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। সে বিষয়ে আমরা সকল প্রস্তুতিও গ্রহণ করেছিলাম। আমাদের জাতীয় দলের কোচ আগামী ১৫ তারিখ ঢাকায় চলে আসছেন। আমরা খেলোয়াড় তালিকাও তৈরি করেছি। ‘কিন্তু ইন্দোনেশিয়া থেকে আমাদের জানানো হয়েছে, আমাদের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টের সবাইকে ডাবল ভ্যাকসিনেশন থাকতে হবে। আমাদের ১৫ জন খেলোয়াড়ের ডাবল ডোজ নেওয়া আছে। সাতজন নিয়েছে একটি ডোজ। আর ছয়জন কোনো ভ্যাকসিন নেয়নি।’
কাজী নাবিল আহমেদ এই বার্তা দিয়েছেন ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাফুফেকে জানানো হয়েছিল বাংলাদেশ দলের সবার করোনার দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে জানার পর। তিনি বলেন, ‘এই পর্যায়ে ভ্যাকসিনেশনের কারণে আমাদের এই সফরটি করা সম্ভব হচ্ছে না। আমরা আজকে তাদেরকে জানিয়ে দিয়েছি, ভ্যাকসিনেশনের কারণে আমরা আসতে পারছি না। আশা করি সামনেই আবার জাতীয় দলের কার্যক্রম শুরু করতে পারবো।’
ফিফার এই উইন্ডো ভ্যাকসিনের কারণে বাতিল হয়ে গেলেও আগামী মার্চে আরেকটি উইন্ডো আছে। সেই উইন্ডো বাফুফে কাজে লাগানোর ব্যাপারে আশাবাদী। কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা আশা করি আগামী মার্চে যে আরেকটি ফিফা উইন্ডো আছে, তার আগে জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের জন্য একটি তালিকা করবো ৪০-৫০ জন খেলোয়াড়ের সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবো।’
বাংলাদেশ দলের ইন্দোনেশিয়া সফর বাতিল হয়ে যাওয়াতে নতুন কোচ স্পেনের হ্যাভিয়ার কাবরেরার মিশনও পিছিয়ে গেলো। ১৫ জানুয়ারি বাংলাদেশে এসে দলের প্রস্তুতি শুরু করার কথা ছিল। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতো তার মিশন। তবে ইন্দোনেশিয়া সফর বাতিল হলেও কোচ যথাসময়ে এসেই জামাল ভুইয়াদের প্রস্তুতি শুরু করবেন।
এমপি/এএস