মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মেসির বিশ্বজয়, বাংলাদেশের সাফ জয়    

উপমহাদেশের বিশ্বকাপ বলা হয়ে থাকে সাফ চ্যাম্পিয়নশিপকে। ২০০৩ সালে প্রথম ও সর্বশেষ হয়েছিল চ্যাম্পিয়ন। এরপর ২০০৫ সালে ফাইনালে উঠেছিল। এরপর আর সেমিতেই যেতে পারেনি। সর্বত্রই হতাশা। সেই হতাশা দূর করে দেন বাংলার বাঘিনীরা। 

নেপালের কাঠমান্ডুতে মেয়েদের ষষ্ঠ আসরে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। ফাইনালে তারা স্বাগতিক নেপালকে হারিয়েছিল ৩-১ গোলে। ১৩ মিনিটে সামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরের দুইটি গোল ছিল অধিনায়ক সাবিনা খাতুনের। নেপালের হয়ে একমাত্র গোলটি করেছিলেন  অনিতা।

লিগ পর্বে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সাবিনাদের যাত্রা শুরু হয়েছিল। পরের ম্যাচে সাবিনার হ্যাটট্রিকে পাকিস্তানকে বিধ্বস্ত করেছিল ৬-০ গোলে। শেষ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে বধ করে ৩-০ গোলে।  ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সেমিতে পায় ভুটানকে। আবারও সাবিনা হ্যাটট্রিক করেন। বাংলাদেশ জয় পায় ৮-০ গোলের বড় ব্যবধানে।
দুইটি হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে ৮ গোল করে সাবিনা সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন। সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন রূপমা চাকমা।

এই জয়ে বাংলাদেশে আনন্দের ঢেউ বহে যায়। বীরকন্যাদের বরণ করে নিতে মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। বিমানবন্দরে জনতার ঢল নামে। ছাদ খোলা বাসে করে মেয়েদের হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় মতিঝিল বাফুফে ভবনে। মেয়েরা রাস্তা অতিক্রমের সময় দুই পাশে দাঁড়িয়ে জনতা অভিবাদন জানান। বিভিন্ন ভবন থেকেও মানুষজন  সাবিনা-সানজিদাদের হাত নেড়ে অভিবাদন জানানো হয়। ফুটবলের সাফল্যে এমন গনজাগরণ আগে কখনো দেখা যায়নি।
সাবিনাদের এমন সাফল্য বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে লাখ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এর পাশাপাশি শহীদ মিনারে সংস্কৃতিক জোটের পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা। এ ছাড়া নিজ নিজ জেলা শহরেও ফুটবলাররা সংবর্ধনায় সিক্ত হন।

হতাশার মাঝেই জামাল ভূঁইয়ারা

মেয়েদের সাফল্যের বিপরীতে ছেলেরা ছিলেন ব্যর্থতার জালে আবদ্ধ। এ বছর তারা পাঁচটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলা ছাড়াও এএফসি বাছাইপর্বের ‍তৃতীয় রাউন্ডের খেলায় অংশ নেয়। ফ্রেন্ডলি ম্যাচে একটিতে জয় পায়। একটি ড্র করে। হার ছিল বাকি তিনটিতে। এএফসি কাপে দুইটিতে হেরে একটিতে ড্র করতে পেরেছিল।    

শুরুটা করেছিল ফ্রেন্ডলি ম্যাচে দিয়ে। ২৪ মার্চ মালেতে মালদ্বীপের কাছে হেরেছিল ২-০ গোলে। পরে ২৯ মার্চ  সিলেটে মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। ১ জুন ইন্দোনেশিয়ার মাঠে গোলশূন্য ড্র করে। এরপর শেষ দুইটি ম্যাচ খেলে সেপ্টেম্বরের ২২ ও ২৭ তারিখ। কম্বোডিয়াকে তাদের মাঠে রাকিবের গোলে ১-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ গিয়েছিল নেপালে। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে তখন তরতাজা ছিল সাফ নারী আসরে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া। সবাই আশা করেছিলেন বাংলাদেশ অন্তত এই ম্যাচ জিতবে। কিন্তু হেরে যায় সেই ৩-১ ব্যবধানে। বাংলাদেশের হয়ে গোল করেন সাজ্জাদ।

এ বছর বাংলাদেশ এএফসি তৃতীয় রাউন্ডের বাছাইপর্বে অংশ নিয়ে হতাশজনক ফলাফল করে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসতে তুর্কিমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরে আসর শুরু করে। বাংলাদেশের হয়ে গোল করেন মোহাম্মদ ইব্রাহিম। পরের ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছিল ৪-১ গোলে। এই ম্যাচেও বাংলাদেশের হয়ে গোল করেন মোহাম্মদ ইব্রাহিম। বাহরাইনের কাছে তৃতীয় ম্যাচ হার মেনেছিল ২-০ গোলে।

জেবিয়ার কাবরেরার দায়িত্ব গ্রহণ

জামাল ভুইয়াদের কোচ হিসেবে ২০১৮ সালে দায়িত্ব নেওয়া ব্রিটিশ জেমি ডে এ বছর দায়িত্ব ছেড়ে দেন। তার জায়গায় দায়িত্ব দেয়া হয় স্প্যানিশ জেবিয়ার কাবরেরাকে। জেমিডের কোচিংয়ে বাংলাদেশ ৩১ ম্যাচ খেলে জয় পায় ১০টিতে। হেরেছিল ১৬টিতে। ড্র করতে পেরেছিল ৫টিতে। ৩২টি গোল দিয়ে ৩৯টি গোল হজম করেছিল। কাবরেরার কোচিংয়ে  বাংলাদেশ এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে।  ২টিতে ড্র করে হেরেছে ৫টিতে। ৪ গোল দিয়ে হজম করেছে ১৩ গোল।

মেসির বিশ্বজয়

‘একবার না পারিলে দেখ শতবার’ কিংবা ‘ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি’ বাংলা এই প্রবাদ বাক্যগুলো যেন মেসির জন্য বরাদ্দ হয়েছিল। ২০০৬ সাল থেকে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ে গেছেন সর্বোচ্চ চুড়ায়। জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরা ফুটবলাদের তালিকায়। সাফল্য তার পায়ে এসে গড়াগড়ি করেছে। কিন্তু সেখানে ছিল না বিশ্বকাপ ফুটবলের শিরোপা। যে শিরোপার জন্য মুখিয়ে থাকেন একজন ফুটবলার। তার দেশ। সবাই সে যোগ্যতা অর্জন করতে পারেন না। কিন্তু মেসি এবং তার দেশ আর্জেন্টিনার সেই যোগ্যতা ছিল। কিন্তু একে একে চারটি বিশ্বকাপ খেললেও মেসির শিরোপা জেতা হয়নি। কাতার বিশ্বকাপ ছিল মেসির । গোটা বিশ্ব তাকিয়ে ছিল যাতে করে মেসি এবার শিরোপা জিতেন। শেষ পর্যন্ত শিরোপার মসনদে বসেন মেসি। টানটান উত্তেজনার ইতিহাস সৃষ্টিকারি এক ফাইনাল উপহার দেন বিশ্বকে। প্রথমে  মেসি আর ডি মারিয়ার গোলে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু  এমবাপ্পের তোপে খেলায় সমতা আসে ২-২ গোলে। পরে মেসি আবার গোলে করে দলকে এগিয়ে নিলে এমবাপ্পের হ্যাটট্রিকে আবার খেলায় আসে সমতা। এরপর টাইব্রেকারে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে ৪-১ গোলে হারিয়ে চির আরাধ্য শিরোপা জয়ে মেতে উঠেন মেসি ও আর্জেন্টিনার ফুটবলার। সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে ছড়িয়ে ছটিয়ে থাকা কোটি কোটি দর্শকরা। বাংলাদেশে রাত  জেগে  চলে হৈহুল্লুড়।
শিরোপা জয়ের পথে কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খায় আর্জেন্টিনা ২-১ গোলে সৌদি আরবের কাছে হেরে। চার বার খেলে শিরোপা জিততে না পারা আর প্রথম ম্যাচের ব্যর্থতা মেসিকে যেন কাপ জয়ে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করে তুলেছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একটি করে ম্যাচ এসেছে আর প্রতিপক্ষকে পরাস্ত করে এগিয়ে গেছেন শিরোপার দিকে। মেসি হয়ে উঠেন আরও বেশি অপ্রতিরোধ্য। প্রতিটি ম্যাচেই হয় তিনি গোল করেছেন, না হয় গোল করিয়েছেন। এমনি করে গ্রুপ পর্বে মেক্সিকো ও পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে উঠে আসে আর্জেন্টিনা। এখানে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। এখানেও মেসি ঝলক। আর্জেন্টিনা জেতে ২-০ গোলে।
শেষ আটে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাঁধা হতে পারেনি তারাও।  মলিনা ও মেসির গোলে ২-০ ব্যবধানে আর্জেন্টিনা এগিয়ে থাকার পরও নেদারল্যান্ডস সমতা আনে। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক ইমি মার্টিনেজের দৃঢ়তায় আর্জেন্টিনা জয় পায় ৪-৩ গোলে। সেমিতে বাঁধা হতে চেয়েছিল বর্তমান রানার্সআপ। কিন্তু মেসি ঝলকে তারাও বালির বাঁধের মতো ভেসে যায় ৩-০ গোলে হেরে। মেসি করেন  এক গোল, আলভারেজের গোল ছিল দুইটি। তারপর সেই ঐতিহাসিক ফাইনাল।কাতার বিশ্বকাপটি হয়ে উঠেছিল মেসিময়। শিরোপা জেতার পাশাপাশি জিতে নেন গোল্ডেন বলও। একটি গোল কম হওয়াতে জিততে পারেননি গোল্ডেন বুটও। তার গোল ছিল ৭টি। ৮ গোল করে গোল্ডেন বুট জিতে নেন এমবাপ্পে।

ইংল্যান্ডের মেয়েদের ইউরো জয়

ফুটবলে ইংল্যান্ডের ছেলেরা না পারলেও, মেয়েরা ইউরো শিরোপা জিতে নিয়েছে। ২০২০ সালে ছেলেদের ইউরো ফাইনালে ইংল্যান্ড টাইব্রেকারে হেরেছিল ইতালির কাছে ৩-২ গোলে। ২০২২ সালে এসে মেয়েরা ইংরেজ সমর্থকদের আর হতাশ করেননি। ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে তারা ২-১ গোলে হারিয়েছিল জামার্নিকে। নির্ধারিত সময় খেলা ১-১ গোলে ড্র ছিল।

অনূর্ধ্ব-২০ ও ১৭ নারী বিশ্বকাপ স্পেনের

কাতার বিশ্বকাপে  ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের যাত্রা থেমে গিয়েছিল শেষ ষোলতে টাইব্রেকারে মরক্কোর কাছে  হেরে। কিন্তু তার আগে ফিফা অনূর্ধ্ব-১৭ ও ২০ এই দুইটি নারী বিশ্বকাপই গিয়েছে স্পেনের ডেরায়। অনূর্ধ্ব-১৭ আসর বসেছিল ভারতে। ফাইনাল স্পেন ১-০ গোলে কলম্বিয়াকে পরাজিত করেছিল। কোস্টারিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ আসরের ফাইনালে জাপানের মেয়েদের ৩-১ গোলে ধরাশায়ী করে শিরোপা জিতেছিল স্পেন।

বিশ্ব ফুটবলে রাশিয়া নিষিদ্ধ

ইউক্রেনের উপর সামরিক হামলার কারণে রাশিয়াকে নিষিদ্ধ করে ফিফা। একই সঙ্গে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাও। দুইটি সংস্থাই যৌথভাবে বিবৃতি দিয়ে এই নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জনন্য ঘোষণা করে। এর ফলে রাশিয়া কাতার বিশ্বকাপে প্লে অফ ম্যাচ খেলা থেকে বঞ্চিত হয়। তাদের প্রতিপক্ষ ছিল পোল্যান্ড।এ ছাড়া, মেয়েদের ফুটবলে তাদের দল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ক্লাব পর্বেও পড়ে এই যুদ্ধের প্রভাব। ইউরোপ লিগে তাদের ক্লাব স্পার্তাক মস্কো নকআউট পর্বে  উঠে গিয়েছিল। প্রতিপক্ষ ছিল জামরানির লাইপজিগ। তারাও খেলতে পারেনি। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের স্পন্সর ছিল রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রম। তাদের সঙ্গেও চুক্তি বাতিল করে উয়েফা।

চেলসির ক্লাবের মালিকানা পরিবর্তন

ইউক্রেন যুদ্ধের কারণে চেলসি ক্লাবের মালিকানাও পরিবর্তন হয়। ক্লাবটির মালিক ছিলেন রাশিয়ার ধনকুবের এবং রোমান আব্রামোভিচ। ২০০৩ সালে তিনি চেলসি ক্লাব কিনে নেওয়ার পরই ইউরো ফুটবলে শক্তিশাল দল হিসেবে আবিভূর্ত হয়। ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে একাধিকবার।সেই আব্রামোভিচ ক্লাবটির মালিকানা বিক্রি করে দেন মার্কিন ব্যবসায়ী টোড বোহলির কাছে। অবশ্য তিনি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। কারণ ইংল্যান্ড ছিল ইউক্রেনের পক্ষে। ইংল্যান্ড সরকারের পক্ষ থেকে চেলসি ক্লাবের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরই আব্রামোভিচ ক্লাবটি বিক্রি করে দেন বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ হাজার কোটিতে

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নানা সমালোচনা ও দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে তিনি ব্যাপক চাপের মুখে পড়েন। এ ছাড়া দেশের রাজনীতিতেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন ট্রুডো। তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় বিরোধী দলগুলো এবং তার নিজ দল লিবারেল পার্টির ভেতর থেকেও পদত্যাগের দাবি উঠে।

ট্রুডো এর আগে লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান। তার এ সিদ্ধান্ত দলটির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে, বিশেষ করে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে। ট্রুডোর পদত্যাগের ফলে লিবারেল পার্টি এখন নতুন নেতৃত্ব খুঁজতে বাধ্য হবে।

ট্রুডোর এ সিদ্ধান্ত কানাডার রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে কানাডার রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এই নেতার এভাবে পদত্যাগের ঘটনা দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পাবে।

Header Ad
Header Ad

আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৬ জানুয়ারি) মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে রাব্বির বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেয় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধি দল। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি জানান, তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত রাব্বির পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে তারা এসেছেন। ইঞ্জিনিয়ার বকুল বলেন, "দেশের জন্য ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন রাব্বি। তার মৃত্যুর সাড়ে চার মাস পর তার সন্তানের জন্ম হয়েছে। তারেক রহমান এই শিশুর দেখভালের দায়িত্ব নিয়েছেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।"

রাব্বির সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রীও পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ইঞ্জিনিয়ার বকুল আরও বলেন, "রাব্বির পরিবার যাতে আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে জন্য আমরা সব সময় তাদের পাশে থাকব।"

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোডব্রিজ এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রাব্বি। তার মৃত্যুতে ছাত্রদলের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Header Ad
Header Ad

তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল

ছবি: সংগৃহীত

তামিম ইকবালের ব্যাটিং জাদুতে দুর্দান্ত জয় পেল ফরচুন বরিশাল। মিরপুরে প্রথম দুই ম্যাচে বড় অবদান রাখতে না পারলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজ রূপে ফিরেছেন বরিশাল অধিনায়ক। তার অসাধারণ ৮৬ রানের অপরাজিত ইনিংসে ১৫ বল বাকি রেখেই দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারায় ফরচুন বরিশাল।

সোমবার বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান তোলে। জবাবে তামিমের দায়িত্বশীল ইনিংসের সুবাদে সহজেই জয়ের বন্দরে পৌঁছে বরিশাল। তামিমের ৪৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১১টি চার এবং ৩টি ছক্কায়। তার সঙ্গে মুশফিকুর রহিমের ২৪ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসও ছিল জয় নিশ্চিত করার পথে সহায়ক।

এদিন বরিশাল দল একাদশে পরিবর্তন এনে শান্তকে বাদ দিয়ে তামিমের সঙ্গে প্রিতম কুমারকে ওপেনিংয়ে পাঠায়। যদিও প্রিতম ব্যর্থ হন এবং কাইল মেয়ার্স ২৪ রান যোগ করলেও তার বিদায়ের পর তামিমের সঙ্গে তাওহিদ হৃদয়ের ৪০ রানের এবং মুশফিকের সঙ্গে অপরাজিত ৭৬ রানের জুটি জয় নিশ্চিত করে।

রাজশাহীর ইনিংসে অধিনায়ক এনামুল হক বিজয় ৩৫ বলে ৩৯ রান করলেও তার ধীর গতির ব্যাটিং দলের রান সংগ্রহে বাধা সৃষ্টি করে। ইয়াসির আলী ২৩ বলে ৩৯ রান এবং জিসান আলম ২৭ বলে ৩৮ রান করেন। বরিশালের বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ছিলেন সেরা, ২০ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

তামিমের নেতৃত্বে এই জয়ে ফরচুন বরিশাল ফের জয়ের ধারায় ফিরলো এবং দলটির আত্মবিশ্বাসও বেড়ে গেলো। বিপিএলের বাকি ম্যাচগুলোতেও তামিম ও তার দলের কাছ থেকে আরও শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশা করছেন সমর্থকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল
লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর
কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি
৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু হবে ই-পাসপোর্ট
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১০ এপ্রিল
চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ
বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ
বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার
এবার সুখবর দিলেন মিথিলা
মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কেন? কী ঘটেছিল?
উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়
আমার ছেলে দেশের জন্য অনেক কষ্ট করে: পিনাকী ভট্টাচার্যের মা
হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের দাপুটে জয়
একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল
অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত
চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হতে পারে বৃষ্টি