রবিবার, ৩০ মার্চ ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মেসির বিশ্বজয়, বাংলাদেশের সাফ জয়    

উপমহাদেশের বিশ্বকাপ বলা হয়ে থাকে সাফ চ্যাম্পিয়নশিপকে। ২০০৩ সালে প্রথম ও সর্বশেষ হয়েছিল চ্যাম্পিয়ন। এরপর ২০০৫ সালে ফাইনালে উঠেছিল। এরপর আর সেমিতেই যেতে পারেনি। সর্বত্রই হতাশা। সেই হতাশা দূর করে দেন বাংলার বাঘিনীরা। 

নেপালের কাঠমান্ডুতে মেয়েদের ষষ্ঠ আসরে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। ফাইনালে তারা স্বাগতিক নেপালকে হারিয়েছিল ৩-১ গোলে। ১৩ মিনিটে সামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরের দুইটি গোল ছিল অধিনায়ক সাবিনা খাতুনের। নেপালের হয়ে একমাত্র গোলটি করেছিলেন  অনিতা।

লিগ পর্বে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সাবিনাদের যাত্রা শুরু হয়েছিল। পরের ম্যাচে সাবিনার হ্যাটট্রিকে পাকিস্তানকে বিধ্বস্ত করেছিল ৬-০ গোলে। শেষ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে বধ করে ৩-০ গোলে।  ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সেমিতে পায় ভুটানকে। আবারও সাবিনা হ্যাটট্রিক করেন। বাংলাদেশ জয় পায় ৮-০ গোলের বড় ব্যবধানে।
দুইটি হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে ৮ গোল করে সাবিনা সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন। সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন রূপমা চাকমা।

এই জয়ে বাংলাদেশে আনন্দের ঢেউ বহে যায়। বীরকন্যাদের বরণ করে নিতে মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। বিমানবন্দরে জনতার ঢল নামে। ছাদ খোলা বাসে করে মেয়েদের হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় মতিঝিল বাফুফে ভবনে। মেয়েরা রাস্তা অতিক্রমের সময় দুই পাশে দাঁড়িয়ে জনতা অভিবাদন জানান। বিভিন্ন ভবন থেকেও মানুষজন  সাবিনা-সানজিদাদের হাত নেড়ে অভিবাদন জানানো হয়। ফুটবলের সাফল্যে এমন গনজাগরণ আগে কখনো দেখা যায়নি।
সাবিনাদের এমন সাফল্য বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে লাখ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এর পাশাপাশি শহীদ মিনারে সংস্কৃতিক জোটের পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা। এ ছাড়া নিজ নিজ জেলা শহরেও ফুটবলাররা সংবর্ধনায় সিক্ত হন।

হতাশার মাঝেই জামাল ভূঁইয়ারা

মেয়েদের সাফল্যের বিপরীতে ছেলেরা ছিলেন ব্যর্থতার জালে আবদ্ধ। এ বছর তারা পাঁচটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলা ছাড়াও এএফসি বাছাইপর্বের ‍তৃতীয় রাউন্ডের খেলায় অংশ নেয়। ফ্রেন্ডলি ম্যাচে একটিতে জয় পায়। একটি ড্র করে। হার ছিল বাকি তিনটিতে। এএফসি কাপে দুইটিতে হেরে একটিতে ড্র করতে পেরেছিল।    

শুরুটা করেছিল ফ্রেন্ডলি ম্যাচে দিয়ে। ২৪ মার্চ মালেতে মালদ্বীপের কাছে হেরেছিল ২-০ গোলে। পরে ২৯ মার্চ  সিলেটে মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। ১ জুন ইন্দোনেশিয়ার মাঠে গোলশূন্য ড্র করে। এরপর শেষ দুইটি ম্যাচ খেলে সেপ্টেম্বরের ২২ ও ২৭ তারিখ। কম্বোডিয়াকে তাদের মাঠে রাকিবের গোলে ১-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ গিয়েছিল নেপালে। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে তখন তরতাজা ছিল সাফ নারী আসরে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া। সবাই আশা করেছিলেন বাংলাদেশ অন্তত এই ম্যাচ জিতবে। কিন্তু হেরে যায় সেই ৩-১ ব্যবধানে। বাংলাদেশের হয়ে গোল করেন সাজ্জাদ।

এ বছর বাংলাদেশ এএফসি তৃতীয় রাউন্ডের বাছাইপর্বে অংশ নিয়ে হতাশজনক ফলাফল করে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসতে তুর্কিমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরে আসর শুরু করে। বাংলাদেশের হয়ে গোল করেন মোহাম্মদ ইব্রাহিম। পরের ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছিল ৪-১ গোলে। এই ম্যাচেও বাংলাদেশের হয়ে গোল করেন মোহাম্মদ ইব্রাহিম। বাহরাইনের কাছে তৃতীয় ম্যাচ হার মেনেছিল ২-০ গোলে।

জেবিয়ার কাবরেরার দায়িত্ব গ্রহণ

জামাল ভুইয়াদের কোচ হিসেবে ২০১৮ সালে দায়িত্ব নেওয়া ব্রিটিশ জেমি ডে এ বছর দায়িত্ব ছেড়ে দেন। তার জায়গায় দায়িত্ব দেয়া হয় স্প্যানিশ জেবিয়ার কাবরেরাকে। জেমিডের কোচিংয়ে বাংলাদেশ ৩১ ম্যাচ খেলে জয় পায় ১০টিতে। হেরেছিল ১৬টিতে। ড্র করতে পেরেছিল ৫টিতে। ৩২টি গোল দিয়ে ৩৯টি গোল হজম করেছিল। কাবরেরার কোচিংয়ে  বাংলাদেশ এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে।  ২টিতে ড্র করে হেরেছে ৫টিতে। ৪ গোল দিয়ে হজম করেছে ১৩ গোল।

মেসির বিশ্বজয়

‘একবার না পারিলে দেখ শতবার’ কিংবা ‘ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি’ বাংলা এই প্রবাদ বাক্যগুলো যেন মেসির জন্য বরাদ্দ হয়েছিল। ২০০৬ সাল থেকে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ে গেছেন সর্বোচ্চ চুড়ায়। জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরা ফুটবলাদের তালিকায়। সাফল্য তার পায়ে এসে গড়াগড়ি করেছে। কিন্তু সেখানে ছিল না বিশ্বকাপ ফুটবলের শিরোপা। যে শিরোপার জন্য মুখিয়ে থাকেন একজন ফুটবলার। তার দেশ। সবাই সে যোগ্যতা অর্জন করতে পারেন না। কিন্তু মেসি এবং তার দেশ আর্জেন্টিনার সেই যোগ্যতা ছিল। কিন্তু একে একে চারটি বিশ্বকাপ খেললেও মেসির শিরোপা জেতা হয়নি। কাতার বিশ্বকাপ ছিল মেসির । গোটা বিশ্ব তাকিয়ে ছিল যাতে করে মেসি এবার শিরোপা জিতেন। শেষ পর্যন্ত শিরোপার মসনদে বসেন মেসি। টানটান উত্তেজনার ইতিহাস সৃষ্টিকারি এক ফাইনাল উপহার দেন বিশ্বকে। প্রথমে  মেসি আর ডি মারিয়ার গোলে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু  এমবাপ্পের তোপে খেলায় সমতা আসে ২-২ গোলে। পরে মেসি আবার গোলে করে দলকে এগিয়ে নিলে এমবাপ্পের হ্যাটট্রিকে আবার খেলায় আসে সমতা। এরপর টাইব্রেকারে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে ৪-১ গোলে হারিয়ে চির আরাধ্য শিরোপা জয়ে মেতে উঠেন মেসি ও আর্জেন্টিনার ফুটবলার। সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে ছড়িয়ে ছটিয়ে থাকা কোটি কোটি দর্শকরা। বাংলাদেশে রাত  জেগে  চলে হৈহুল্লুড়।
শিরোপা জয়ের পথে কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খায় আর্জেন্টিনা ২-১ গোলে সৌদি আরবের কাছে হেরে। চার বার খেলে শিরোপা জিততে না পারা আর প্রথম ম্যাচের ব্যর্থতা মেসিকে যেন কাপ জয়ে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করে তুলেছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একটি করে ম্যাচ এসেছে আর প্রতিপক্ষকে পরাস্ত করে এগিয়ে গেছেন শিরোপার দিকে। মেসি হয়ে উঠেন আরও বেশি অপ্রতিরোধ্য। প্রতিটি ম্যাচেই হয় তিনি গোল করেছেন, না হয় গোল করিয়েছেন। এমনি করে গ্রুপ পর্বে মেক্সিকো ও পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে উঠে আসে আর্জেন্টিনা। এখানে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। এখানেও মেসি ঝলক। আর্জেন্টিনা জেতে ২-০ গোলে।
শেষ আটে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাঁধা হতে পারেনি তারাও।  মলিনা ও মেসির গোলে ২-০ ব্যবধানে আর্জেন্টিনা এগিয়ে থাকার পরও নেদারল্যান্ডস সমতা আনে। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক ইমি মার্টিনেজের দৃঢ়তায় আর্জেন্টিনা জয় পায় ৪-৩ গোলে। সেমিতে বাঁধা হতে চেয়েছিল বর্তমান রানার্সআপ। কিন্তু মেসি ঝলকে তারাও বালির বাঁধের মতো ভেসে যায় ৩-০ গোলে হেরে। মেসি করেন  এক গোল, আলভারেজের গোল ছিল দুইটি। তারপর সেই ঐতিহাসিক ফাইনাল।কাতার বিশ্বকাপটি হয়ে উঠেছিল মেসিময়। শিরোপা জেতার পাশাপাশি জিতে নেন গোল্ডেন বলও। একটি গোল কম হওয়াতে জিততে পারেননি গোল্ডেন বুটও। তার গোল ছিল ৭টি। ৮ গোল করে গোল্ডেন বুট জিতে নেন এমবাপ্পে।

ইংল্যান্ডের মেয়েদের ইউরো জয়

ফুটবলে ইংল্যান্ডের ছেলেরা না পারলেও, মেয়েরা ইউরো শিরোপা জিতে নিয়েছে। ২০২০ সালে ছেলেদের ইউরো ফাইনালে ইংল্যান্ড টাইব্রেকারে হেরেছিল ইতালির কাছে ৩-২ গোলে। ২০২২ সালে এসে মেয়েরা ইংরেজ সমর্থকদের আর হতাশ করেননি। ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে তারা ২-১ গোলে হারিয়েছিল জামার্নিকে। নির্ধারিত সময় খেলা ১-১ গোলে ড্র ছিল।

অনূর্ধ্ব-২০ ও ১৭ নারী বিশ্বকাপ স্পেনের

কাতার বিশ্বকাপে  ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের যাত্রা থেমে গিয়েছিল শেষ ষোলতে টাইব্রেকারে মরক্কোর কাছে  হেরে। কিন্তু তার আগে ফিফা অনূর্ধ্ব-১৭ ও ২০ এই দুইটি নারী বিশ্বকাপই গিয়েছে স্পেনের ডেরায়। অনূর্ধ্ব-১৭ আসর বসেছিল ভারতে। ফাইনাল স্পেন ১-০ গোলে কলম্বিয়াকে পরাজিত করেছিল। কোস্টারিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ আসরের ফাইনালে জাপানের মেয়েদের ৩-১ গোলে ধরাশায়ী করে শিরোপা জিতেছিল স্পেন।

বিশ্ব ফুটবলে রাশিয়া নিষিদ্ধ

ইউক্রেনের উপর সামরিক হামলার কারণে রাশিয়াকে নিষিদ্ধ করে ফিফা। একই সঙ্গে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাও। দুইটি সংস্থাই যৌথভাবে বিবৃতি দিয়ে এই নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জনন্য ঘোষণা করে। এর ফলে রাশিয়া কাতার বিশ্বকাপে প্লে অফ ম্যাচ খেলা থেকে বঞ্চিত হয়। তাদের প্রতিপক্ষ ছিল পোল্যান্ড।এ ছাড়া, মেয়েদের ফুটবলে তাদের দল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ক্লাব পর্বেও পড়ে এই যুদ্ধের প্রভাব। ইউরোপ লিগে তাদের ক্লাব স্পার্তাক মস্কো নকআউট পর্বে  উঠে গিয়েছিল। প্রতিপক্ষ ছিল জামরানির লাইপজিগ। তারাও খেলতে পারেনি। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের স্পন্সর ছিল রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রম। তাদের সঙ্গেও চুক্তি বাতিল করে উয়েফা।

চেলসির ক্লাবের মালিকানা পরিবর্তন

ইউক্রেন যুদ্ধের কারণে চেলসি ক্লাবের মালিকানাও পরিবর্তন হয়। ক্লাবটির মালিক ছিলেন রাশিয়ার ধনকুবের এবং রোমান আব্রামোভিচ। ২০০৩ সালে তিনি চেলসি ক্লাব কিনে নেওয়ার পরই ইউরো ফুটবলে শক্তিশাল দল হিসেবে আবিভূর্ত হয়। ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে একাধিকবার।সেই আব্রামোভিচ ক্লাবটির মালিকানা বিক্রি করে দেন মার্কিন ব্যবসায়ী টোড বোহলির কাছে। অবশ্য তিনি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। কারণ ইংল্যান্ড ছিল ইউক্রেনের পক্ষে। ইংল্যান্ড সরকারের পক্ষ থেকে চেলসি ক্লাবের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরই আব্রামোভিচ ক্লাবটি বিক্রি করে দেন বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ হাজার কোটিতে

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। ছবি: সংগৃহীত

ভয়াবহ এক ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে মিয়ানমার। ৭.৭ মাত্রার এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জান্তা সরকারের বরাত দিয়ে জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৬৪৪ জনে, আহত হয়েছেন ৩,৪০৮ জন এবং এখনো নিখোঁজ রয়েছেন ১৩৯ জন।

দুর্যোগ মোকাবিলায় মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি উদ্ধারকারী দল বিশেষ বিমানে আগামীকাল রোববার মিয়ানমারে যাবে। তারা উদ্ধার অভিযান পরিচালনার পাশাপাশি ওষুধ, ত্রাণসামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করবে।

শুক্রবার (২৮ মার্চ) ভয়াবহ এই ভূমিকম্পটি মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। এতে সাগাইং, মান্দালয় ও রাজধানী নেইপিদোসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে সাগাইং অঞ্চলে শত বছরের পুরোনো একটি সেতু ধসে পড়েছে এবং বহু ভবন ও মসজিদ বিধ্বস্ত হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির রাজ্য প্রশাসন পরিষদের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং শনিবার সকালে হেলিকপ্টারে করে মান্দালয় পরিদর্শনে যান। এর আগে শুক্রবার তিনি আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন জানিয়েছিলেন।

ভূমিকম্পের পর মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সামরিক সরকার উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে, তবে তথ্য প্রবাহের সীমাবদ্ধতার কারণে প্রকৃত পরিস্থিতি নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের এই দুর্যোগে সহানুভূতি প্রকাশ করেছে এবং বিভিন্ন দেশ ও সংস্থা সহায়তা প্রদানের আগ্রহ দেখিয়েছে। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোও উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমে সহযোগিতা করতে প্রস্তুতি নিচ্ছে।

Header Ad
Header Ad

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান । ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ)-এর সদস্যরা এই মনোনয়নের ঘোষণা দেন।

পিডব্লিউএ হলো একটি অ্যাডভোকেসি গ্রুপ, যা ২০২৩ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় এবং নরওয়েজিয়ান রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সঙ্গে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পার্টিয়েট সেন্ট্রামের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মনোনীত করার অধিকারী এমন একজনের সঙ্গে একত্রিত হয়ে আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি। মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টা এই মনোনয়নের মূল কারণ।’

এর আগেও, ২০১৯ সালে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

প্রতি বছর নরওয়েজিয়ান নোবেল কমিটি বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের শত শত মনোনয়ন পেয়ে থাকে। এরপর দীর্ঘ আট মাসের কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে কারাবন্দী। ২০২৩ সালে গ্রেপ্তার হওয়া ইমরান খান চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির একটি মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হন। এর আগে, ২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে তিনি প্রধানমন্ত্রীত্ব হারান।

Header Ad
Header Ad

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

চারদিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

চারদিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তা হং লেই তাকে বিদায় জানান।

এই সফরের মূল লক্ষ্য ছিল হাইনান প্রদেশে অনুষ্ঠিত দ্য বোয়াও ফোরাম ফর এশিয়া (BFA) বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখা। সফরের সময় প্রধান উপদেষ্টা চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন। বৈঠকে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের শক্ত অবস্থানের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন ড. ইউনূস। তিনি এক চীন নীতির প্রতি বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং তিস্তা বহুমুখী প্রকল্পে বেইজিংয়ের আগ্রহকে স্বাগত জানান।

অপরদিকে, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সমর্থন কামনা করেন প্রধান উপদেষ্টা, এবং চীনা প্রেসিডেন্ট রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এই সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়। চীন বাংলাদেশকে ২১০ কোটি ডলারের বিনিয়োগ-ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া, চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থানান্তরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান
চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল সৌদিতে ঈদ
ভারত-পাকিস্তানে ঈদের তারিখ ঘোষণার পর বাংলাদেশের বিষয়ে যা জানা গেল
দুপচাঁচিয়ায় শহীদ যুবদল নেতার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ঈদের তারিখ ঘোষণা
সৌদি আরব ঈদের তারিখ ঘোষণা করবে রাত ৯টার পর
রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল
কারাবন্দিদের জন্য ঈদের বিশেষ আয়োজনে থাকছে ভালো খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চীনের সঙ্গে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ
পদ্মা সেতুতে এক দিনে সোয়া ৪ কোটি টাকা টোল আদায়
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা নিয়ে পুতিনের সতর্কবার্তা
অস্ট্রেলিয়ায় ঈদ আগামী ৩১ মার্চ  
বাংলাদেশেও বড় ভূমিকম্পের শঙ্কা, ফায়ার সার্ভিসের বিশেষ সতর্কবার্তা
মেট্রোরেলে নেই চিরচেনা ভিড়, বন্ধ থাকবে ঈদের দিন
নাটোর ডিসি বাংলোর বাঁশবাগান থেকে শতাধিক সিলমারা ব্যালট উদ্ধার
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে: প্রধান উপদেষ্টা
ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে কাজ করছে পুলিশ-বিজিবি-আনসার : স্বরাষ্ট্র উপদেষ্টা
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা