চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে চ্যালঞ্জ নিতে চাই: এনামুল জুনিয়র
বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে তার ঘূর্ণি বলে কপোকাত হয়েছিল জিম্বাবুয়ে। ৪৫ রানে ৬ উইকেট নিয়ে জিম্বাবুয়ের দ্বিতীয় গুড়িয়ে দিয়েছিলেন মাত্র ১৫৪ রানে। বাংলাদেশ টেস্ট জিতেছিল ২২৬ রানে। ঢাকায় অনুষ্ঠিত পরের টেস্টে দুই ইনিংসে তিনি নিয়েছিলেন ৭ ও ৫ উইকেট। সেই এনামুল জুনিয়র অনেকদিন জাতীয় দলে সার্ভিস দিলেও ২০১৩ সালের পর থেকে আছেন দলের বাইরে। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি খেলছেন নিয়মিত। যেখানে আছে তার দাপট। প্রথম শ্রেণির ক্রিকেটে আব্দুর রাজ্জাকের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট নিয়েছিলেন এনামুল হক জুনিয়র। সেই এনামুল জুনিয়রকে এবার বিপিএল ড্রাফটে কোনো দল নেয়নি। কিন্তু পরে তাকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাকে দলে নেয়ার কথা জানানো হয়েছে ফ্রাঞ্চাইজিদের পক্ষ থেকে।
দলে সুযোগ পাওয়ার পর এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে চ্যালেঞ্জ নিতে চান এনামুল জুনিয়র। ঢাকাপ্রকাশকে তিনি বলেন, ‘বিসিএলে ( চার দিনের ম্যাচে) আমি খুব ভালো করেছিলাম। আশা করেছিলাম ড্রাফটে দল পাব। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আমাকে পরে দলে নেওয়াতে আমি ফ্রাঞ্চাইজিদের ধন্যবাদ জানাই। তারা আমার উপর যে আস্থা রেখেছেন আমি তার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে চ্যালঞ্জ নিতে চাই।’
এনামুল মনে করেন টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞ ক্রিকেটাররা চাপের সময় ভালো করতে পারেন। দলে তিনি ছাড়াও নাঈম ইসলামের মতো অভিজ্ঞ ক্রিকেটারকেও তারা দলে নিয়েছেন। তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বেন।
এবারের দল গড়তে গিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দেশি কোটায় সরাসরি বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে এবং বিদেশি কোটায় সরাসরি নেন ইংল্যান্ডের বেনি হাওয়েল, উইল জ্যাকস, ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল:
সরাসরি চুক্তি: নাসুম আহমেদ (দেশি) বেনি হাওয়েল, উইল জ্যাকস (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)।
ড্রাফট থেকে : শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, নাঈম ইসলাম।
ড্রাফটের পর : এনামুল হক জুনিয়র।
এমপি/এসআইএইচ