যৌন হয়রানির অভিযোগ থেকে মুক্ত ইয়াসির শাহ
যৌন হয়রানির অভিযোগ থেকে মুক্তি পেলেন পাকিস্তানের লেগ স্পিনার ৩৫ বছর বয়সী ইয়াসির শাহ।
তার বিরুদ্ধে অভিযোগকারী মহিলা অভিযোগ তুলে নিলে ইয়াসির শাহ মুক্তি পেয়ে যান।
গত বছর ডিসেম্বর মাসে তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন এক কিশোরি। ১৪ বছর বয়সী এই কিশোরীর অভিযোগ করেছিলেন ইয়াসির শাহ ও তার বন্ধু ফারহান তাকে আগ্নেয়াস্ত্র তাক করে জোর করে নিপীড়ন করেন। আবার এ নিয়ে কোনো রকমের অভিযোগ না করার জন্য ইয়াসির শাহ তাকে হুমকি দিয়েছিলেন বলে কিশোরী অভিযোগে উল্লেখ করেছিলেন।
এদিকে এই অভিযোগের পর বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) দৃষ্টিগোচর হয়। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের এমন নেতিবাচক খবরে অসন্তোষও প্রকাশ করেছিলেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। এখন এই অভিযোগ থেকে ইয়াসির শাহ মুক্তি পাওয়ায় সেই বিতর্কের ইতি ঘটল।
পাকিস্তানের ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযোগকারী কিশোরী ইয়াসির আলীর নাম তার অভিযোগ থেকে নাম তুলে নিয়েছেন। ইয়াসির শাহ এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না বলে কিশোরী দাবি করেছেন।
স্পর্শকাতর অভিযোগ থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ইয়াসির শাহ। পাকিস্তানের এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। সবকিছু এখন স্পষ্ট। আমি এখন খেলায় আবার পূর্ণ মনোযোগ দিতে পারব। এই অভিযোগের কারণে মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত ছিলাম। আমার অনেক সমস্যা হচ্ছিল। এই কারণে আমার খেলায়ও প্রভাব ফেলছিল।
এমপি/এমএমএ/