শততম টেস্ট ক্রিকেটার নাঈমের অভিষেকেই শূন্য
সেরা একাদশে সুযোগ পেয়ে মাঠে নেমেই মোহাম্মদ নাঈম শেখ অন্যরকম সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করেছিলেন। তার এই রেকর্ড ছিল দেশের হয়ে শততম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক। এ রকম সুযোগ সবার জীবনে সব সময় আসে না। অনন্য এ রেকর্ড করার পর সেটিকে আরও বর্ণিল করে সাজিয়ে তুলার মঞ্চ থাকে ২২ গজের পিচ। যেকোনো একজন ক্রিকেটারই তার অভিষেককে রাঙিয়ে তুলতে চান সাফল্যোর দ্যুতিতে। শততম টেস্ট ক্রিকেটার হওয়াতে মোহাম্মদ নাঈম শেখের জন্য তা একটু বেশিই ছিল। কিন্তু সেখানে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। নামের পাশে কোনো রানই যোগ করতে পারেননি। আউট হয়েছেন শূন্য রানে। মাইলফলকের অভিষেক হয়েছে আঁধারে ঢাকা। তারপরও এখনও সুযোগ আছে দ্বিতীয় ইনিংসে কিছু করে দেখানোর।
অভিষেকে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশের পঁচিশতম ক্রিকেটার হলেন মোহাম্মদ নাঈম শেখ। এর মাঝে দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও আলমগীর কবির দুই ইনিংসেই ‘পেয়ার’ মানে শূন্য রানে আউট হয়েছিলেন।
অভিষেকে ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈম শেখ বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শূন্য রানে আউট হলেন। এক টেস্টে আগে নিউ জিল্যান্ড আসার আগে পাকিস্তানের বিপক্ষে মিরপুরের হোম অব ক্রিকটে অভিষেক হয়েছিল ওপেনার মাহমুদুল হাসান জয়ের। প্রথম ইনিংসে সাজিদ খানের বলে শূন্য রান করেছিলেন। পরে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৬ রান। এর আগে ২০২০ সালে পাকিস্তান সফরে অভিষেক হয়েছিল ওপেনার সাইফ হাসানের। রাওয়ালপিন্ডিতে তিনি শাহিন শাহ আফ্রিদির বলে আসাদ শফিকের হাতে ধরা পড়ে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১৬ রান।
এমপি/টিটি