দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আশাবাদী সৌরভ
প্রায় দুই মাসের সফরে দক্ষিণ আফ্রিকা যাবার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে দেশটিতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট 'অমিক্রণ' শনাক্ত হওয়ায় সফর নিয়ে কিছুটা আশঙ্কার কালো মেঘ জমেছে।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী কলকাতায় একটি অনুষ্ঠানে বলেন, 'এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সফর হচ্ছে। আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও হাতে সময় আছে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম টেস্ট। আমরা ভেবে দেখব।'
তিনি আরও বলেন,'খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বাস্থ্য সবসময় বিসিসিআইয়ের কাছে প্রাধান্য পেয়ে এসেছে। যার জন্য আমরা সব কিছু করব। আগামী কয়েক দিনেই বোঝা যাবে ঠিক কী হতে চলেছে।'
অন্যদিকে ফিটনেস ইস্যুর কারণে দল থেকে বাদ পড়া অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার ব্যাপারেও কথা বলেন। সৌরভ বলেন,'পাণ্ডিয়া খুব ভাল ক্রিকেটার। ও আনফিট। সেই জন্য ও দলে নেই। আশা করি চোট সারিয়ে ও প্রত্যাবর্তন করবে।'
আগামী ৮ বা ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কোহলিবাহিনী।
এসআইএইচ/কেএফ/