পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের প্রতিশোধ
প্রতিশোধ, পাকিস্তানের বিপক্ষে চরমভাবে প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। প্রথম পর্বে তারা পাকিস্তানের কাছে হেরেছিল ৬ উইকেটে। দ্বিতীয় পর্বে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে তার প্রতিশোধ নিল। একই সঙ্গে ফাইনালে যাওয়ার পথে এক পা দিয়ে রাখল। তিন ম্যাচে নিউজিল্যান্ডের এটি ছিল দ্বিতীয় জয়, পয়েন্ট ৪। পাকিস্তানও সমান ম্যাচ খেলে সমান জয়ে তাদের পয়েন্ট ৪। আসরের তৃতীয় দল বাংলাদেশ দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের নিচে অবস্থান করছে।
আজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাকিস্তান টস জিতে ব্যাট করে ৭ উইকেটে ১৩০ রান করে। নিউজিল্যান্ড সেই রান তাড়া করে ১৬.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩১ রান করে।
পাকিস্তানের রান সংগ্রহে মূল কান্ডারি হলেন ওপেনার মো. রিজোওয়ান। আজ তিনি রান করতে পারেননি। যে ম্যাচে তিনি রান করতে পারেন না, সেই ম্যাচে অধিনায়ক বাবর আজম দাঁড়িয়ে যান। কিন্তু এই ম্যাচে বাবর আজমও রান করতে পারেননি। যে কারণে পাকিস্তানের সংগ্রহশালাও হৃষ্ঠপুষ্ট হয়নি। রিজওয়ান ১৬, বাবর আজম ২১ রান করে আউট হন। দুজনকেই আউট করেন বাংলাদেশের বিপক্ষে অকেশনাল বোলার হিসেবে বল হাতে নিয়ে ম্যাচ সেরা হওয়া স্পিনার মিচেল ব্রেসওয়েল। এই ম্যাচেও তিনি ম্যাচ সেরা হয়েছেন।
দুই ওপেনার ফিরে যাওয়ার পর শান মাসুদ, হায়দার আলিও দ্রুত ফিরে যান। এই দুইজনকে আউট করেন মিচেল সেন্টনার। পরে ইফতেখার ২৭ আসিফ আলি বিশ বলে ২৫ রান করলে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৩০ পর্যন্ত পৌঁছায়। নিউজিল্যান্ডের টিম সাউদি মিচেল সেন্টনার এবং মিচেল ব্রেসওয়েল দুটি করে উইকেট নেন।
টার্গেট খুব বড় ছিল না কিন্তু নিউজিল্যান্ডের দুই ওপেনার অ্যালেন ফিঞ্চ ও ডেভন কনওয়ের কাছে মনে হয়েছিল যে টার্গেটটা খুব বেশি। তাই দুজনেই শুরু করেন মারমুখি ব্যাটিং। দুজনেই দলকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। কিন্তু দলীয় ১১৭ ও ব্যাক্তিগত ৬২ রানে অ্যালেন ফিঞ্চ আউট হয়ে গেলে নিউজিল্যান্ডের আর ১০ উইকেটে ম্যাচ জেতা হয়নি। কনওয়ে ৪৯ ও উইলিয়ামসন ৯ রানে অপরাজিত থাকেন।
ম্যাচসেরা হন মিচেল ব্রেসওয়েল। তিনি ৪ ওভার বল করে ১১ রান দিয়ে নেন ২ উইকেট।
এমপি/আরএ/