মালয়েশিয়াকে দুর্বল ভাবছে না বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আগের ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে বিধ্বস্ত হওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার আবার মাঠে নামবে। প্রতিপক্ষ মালয়েশিয়া।
বাংলাদেশ ২ খেলার প্রথমটিতে জিতেছিল থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে। মালয়েশিয়া খেলবে তাদের চতুর্থ ম্যাচ। আগের ৩ ম্যাচেই তারা হেরেছে। খেলা শুরু হবে দেড়টায়। এর আগে একই মাঠে দিনের প্রথম খেলায় মাঠে নামবে পাকিস্তান ও থাইল্যান্ড।
পাকিস্তানের কাছে এবারে হারের আগে বাংলাদেশ আরও ১৪টি ম্যাচে হেরেছিল। এর বিপরীতে জয় ছিল মাত্র ১টিতে। কিন্তু এখনকার বাংলাদেশ খুবই শক্তিশালী এবারের আসরের শিরোপার অন্যতম দাবীদার। এমন একটি দলের পাকিস্তানের সঙ্গে পাত্তাই না পাওয়া ছিল অবাক করার মতো।
দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসা সানজিদা আক্তার বলেন, ‘হার-জিত থাকবেই। এটা নিয়ে কোনো নেতিবাচক মনোভাব আমাদের নেই। আমরা ইতিবাচক আছি। পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব।’
আগামীকাল থেকে খেলা হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের ১ নম্বর স্টেডিয়ামে। আজ পর্যন্ত খেলা হয়েছে নতুন করে নির্মিত ২ নম্বার মাঠে। এই মাঠে ছিল স্পিনারদের দাপট। উইকেট ছিল নিচু আর মন্থর। রান করতে ব্যাটারদের সংগ্রাম করতে হয়েছে। ৯ ম্যাচের চারটিই ছিল শতরানরে নিচে।
একমাত্র ভারতই তাদের তিনটি ম্যাচে বড় সংগ্রহ করতে পেরেছিল। যেখানে তাদের সর্বনিম্ন সংগ্রহ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে ১৫০। শ্রীলঙ্কা ১টি ম্যাচে করেছিল থাইল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ১৫৬।
বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচ দিয়ে নতুন উইকেটে খেলা হওয়াতে উইকেটের চরিত্র বুঝতে অপেক্ষা করতে হবে। কিন্তু বাংলাদেশ আগের মতো স্পিনেই জোর দিচ্ছে। আজ অনুশীলনে দুই পেসার জাহানার-রিতুকে কম অনুশীলন করতে দেখা গেছে। সেই তুলনায় রুমানা-সোহলি-সালমারা অনুশীলন করেছেন লম্বা সময়। তবে ভেন্যু পরিবর্তন হলেও উইকেটের তেমন কোনো পরিবর্তন হবে বলে মনে করেন না সানজিদা আক্তার।
কয়েকদিন আগে এই মাঠে এনসিএল খেলার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘ আমরা এখানে এনসিএল খেলে গেছি। দুই মাঠেই সমানভাবে খেলা ছিল। গত ম্যাচে আমরা পাকিস্তানের সঙ্গে স্পিন উইকেটে খেলেছি। ১ নম্বর মাঠেও স্পিন আছে। এখন নির্ভর করছে উইকেটের দেখাশোনা কেমন হয়েছে। যেহেতু এটা নতুন একটা টুর্নামেন্ট।’
শক্তির দিক দিয়ে মালয়েশিয়া অনেক পিছিয়ে। বছরের শুরুতে মালয়েশিয়া অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস বাছাই ক্রিকেটে মুখোমুখি হয়েছিল দুই দল। মালয়েশিয়া আগে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ৪৯ রান করেছিল। বাংলাদেশ সে রান টপকে গিয়েছিল মাত্র ৮ ওভারে ২ উইকেট হারিয়ে। কিন্তু মালয়েশিয়া যতই দুর্বল গোলি সানজিদা দুর্বল হিসেবে ভাবতে নারাজ।
তিনি বলেন, ‘প্রতিপক্ষকে ছোট বা বড় করে দেখার উপায় নেই। সবাই জেতার জন্য এসেছে। আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষ যেই হোক, শুরু ও শেষটা যেন ভালো হয়। মালয়েশিয়ার সঙ্গে কমনওয়েলথে মুখোমুখি হয়েছি। ওদের দল নিয়ে ধারণা আছে।’
এমপি/এমএমএ/