এআইপিএস এশিয়ার নির্বাহী সদস্য নির্বাচিত সনৎ বাবলা
ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের এশিয়ান সংস্থা (এআইপিএস এশিয়া)-এর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর সভাপতি সনৎ বাবলা।
মঙ্গলবার (৪ অক্টোবর) ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত মহাদেশীয় নির্বাচনে আগামী চার বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় এশিয়ার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দক্ষিন কোরিয়ার হি ডং জং।
টানা তৃতীয়বারের মতো সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন পাকিস্তানের আমজাদ আজিজ মালিক। প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সৌদি আরবের আদেল আল জাহরানি । অপর পাঁচ সহ-সভাপতি হলেন- মুবারক আল বুয়াইনিন (কাতার), খালিদ হায়দার (কুয়েত), আহমেদ খাওয়ারি ঈসা (মালয়েশিয়া), সাবানায়েকেন (ভারত) ও মিসাম জামানবাদাই (ইরান) তৃতীয়বারের মতো কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নেপালের নিরঞ্জন রাজবংশি ।
কার্যনিবাহী কমিটির আটটি সদস্যপদের বিপরীতে মনোনয়নপত্র নিয়েছিলেন ১৫জন প্রার্থী। কিন্তু পরবর্তীকালে সাতজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে সনৎ বাবলাসহ আটজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপর সাতজন হলেন হিরোকি সোডা (জাপান), সাফওয়ান সানাব (ফিলিস্তিন), আহমেদ সাইফ (ওমান), নিম সং ফং (ম্যাকাউ), হেলেন চাই (চাইনিজ তাইপে), আবদুল সালাম আলী সৌদ (ইয়ামেন) ও ইলিয়াস ওমারভ (কাজাকিস্তান)।
ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস এসোসিয়েশন এর এশিয়ান সংস্থায় বিএসপিএ থেকে তৃতীয় প্রতিনিধি হিসেবে এই দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তার আগে এই পদে দায়িত্ব পালন করেছিলেন বিএসপিএর এর সভাপতি এসএম রকিবুল হাসান ও আজীবন সদস্য ইকরামুজ্জমান।
এমপি/এমএমএ/