দেশে ফিরেছে নারী ক্রিকেটাররা, থাকতে হবে কোয়ারেন্টিনে
প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে জায়গা করে নেয়ার পর আজ বুধবার(০১ ডিসেম্বর) সকালে দেশে ফিরেছেন বাংলার বাঘিনীরা। তবে দেশে ফিরলেও তাদের থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে।
বাঘিনীদের এই ফেরাটা ছিল বেশ লম্বা ও ভুগান্তির। দেশে ফিরে আসার উদ্দেশে তারা জিম্বাবুয়ে থেকে যাত্রা শুরু করেছিলেন ২৮ নভেম্বর। মাঝে কেটে গেছে প্রায় ৩ দিন। এতো লম্বা ভ্রমণ এবারই প্রথম তাদের। এর কারণ করোনাভাইরাসের নতুন সংক্রমণ ‘ অমিক্রন’। আফ্রিকার দেশগুলোতে বেশ ভালোভাবে সংক্রমণ হয়েছে। যে কারণে বাছাইপর্বের অবশিষ্ট ম্যাচগুলো বাতিল করে দেয় আইসিসি। এর ফলে র্যাঙ্কিংয়ের কারণে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ।
এর আগে তারা পাকিস্তান ও যুক্তরাষ্ট্রর বিপক্ষে জয় পেয়ে থাইল্যান্ডের কাছে হেরে ছিল। র্যাঙ্কিংয়ের কারণে জায়গা করে নিলেও মাঠের লড়াইয়ে বেশ ভালো অবস্থানেই ছিলেন সালমা জাহানারারা।
আসর বাতিল হয়ে যাওয়ার পর বাংলাদেশ দল পড়ে ফ্লাইট জটিলতায়। প্রথমে তারা নামিবিয়াতে আসে। সেখান থেকে আসে ওমানে। কিন্তু এখানে আসার পরই দল পড়ে ফ্লাইট জটিলতায়। বারবার বাতিল হতে থাকে ফ্লাইট। পরে আইসিসি তাদের ফ্লাইটের ব্যবস্থা করে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে বিমানবন্দরে তেমন কোনো আনুষ্ঠানিকতা ছিল না। শুধু ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য, ৮ দলের বিশ্বকাপের আসর বসবে নিউজিল্যান্ডে। আগামী বছরের মার্চ-এপ্রিলে।
এসআইএইচ