রাতে বার্মিংহাম যাত্রা করবে বাংলাদেশ দল
হোক অলিম্পিক গেমস, কিংবা কমনওয়েলথ গেমস অথবা এশিয়ান গেমস- এসব আসরে বাংলাদেশের অংশগ্রহণ মানেই অভিজ্ঞতা অর্জন। এ সব অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের ক্রীড়াবিদরা প্রয়োগ করে থাকেন সাফ গেমসে। যদিও সাফ গেমসে খুব একটা আশানুরূপ ফলাফল আসে না। আবারো এ রকম অভিজ্ঞতা অর্জনের জন্য কমনওয়েলথ গেমসে অংশ নিতে বাংলাদেশ দলের আজ রাত ১১টায় রওয়ানা হচ্ছে ইংল্যান্ডের বার্মিংহামের উদ্দেশ্যে। এটি গেমসের ২২তম আসর।
অলিম্পিক, কমনওয়েলথ আর এশিয়ান গেমসের মাঝে সেরা সাফল্য কমনওয়েলথ গেমসে। এখন পর্যন্ত এই আসর থেকে বাংলাদেশ আটটি পদক জিতেছে। যার মাঝে আছে দুইটি স্বর্ণ, চারটি রৌপ্য ও দুইটট ব্রোঞ্জ পদক। সবগুলো পদকই এসেছিল শ্যুটিং থেকে। এবার সেই শ্যুটিং ইভেন্টই রাখা হয়নি গেমসে। যে কারণে শুটিং দলের অংশ নেয়া সম্ভব হয়নি। তাই বাংলাদেশ দলেরও গেমসে কোনো পদক পাওয়ার সম্ভাবনা নেই। ফিরতে হতে পারে পদক শূন্য হয়ে। সংবাদ সম্মেলনে বিওএর কর্তারা কোনো পদক জেতার কথা বলেননি। অকপটে তা স্বীকার করে গেছেন।
ইদানিং আর্চারিতেও বাংলাদেশ অনেক ভালো করছে। কিন্তু সেই আর্চারিও নেই গেমসে। আর্চারি থাকলে বাংলাদেশের পদক জেতার সম্ভাবনা ছিল।
এবারের গেমসে বাংলাদেশ অংশ নেবে সাতটি ইভেন্টে। ইভেন্টগুলো হলো অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিং, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, ভারোত্তোলন ও কুস্তি। আজ যাবেন সাঁতার, বক্সিং, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, ভারোত্তোলন। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে বাংলাদেশের বহর হাফ সেঞ্চুরি পূর্ণ করেছে। ক্রীড়াবিদ ৩১ জন ও কর্মকর্তা ও কোচ ১৯ জন।
বাংলাদেশ দলের সেফ দ্য মিশন নির্বাচিত হয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। জাতীয় পতাকা বহন করবেন মাবিয়া আক্তার সীমান্ত।
খেলা শুরু হবে ২৮ জুলাই। পর্দা নামবে ৮আগস্ট। ইংল্যান্ড এটি তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে এর আগে ১৯৩৪ সালে লন্ডনে ও ২০০২ সালে ম্যানচেসটারে তারা আয়োজক হয়েছিল।
এমপি/