উইন্ডিজের জয় কেড়ে নিলেন অক্ষর
কয়েকদিন আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে রান করতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। তিন ম্যাচের সিরিজের প্রথম দুইটিতে সংগ্রহ ছিল দেড়শ রানের নিচে। শেষটিতে দুইশ রানের নিচে। তিনটি ম্যাচেই তারা হেরেছিল বাজেভাবে। সেই উইন্ডিজ ১০ দিনের ব্যবধানে শক্তিশালী ভারতকে নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছে। ভারতকে জিততে ঘাম ঝরিয়ে ছেড়েছে। পোর্ট অব স্পেনে দ্বিতীয় একদিনের ম্যাচ উইন্ডিজের করা ৮ উইকেটে ৩১১ রান ভারত পাড়ি দিয়েছে ২ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে সফল ব্যাটসম্যান শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজ ৬ উইকেটে করে ৩১১ রান। শাই হোপ ১৩৫ বলে করেন ১১৫ রান। তার ইনিংসে ছিল ৩ ছক্কা ও ৮ চার। এটি ছিল তার ১৩তম সেঞ্চুরি। আর ম্যাচ ছিল শততম। অধিনায়ক নিকোলাস পুরান করেন ৭৪ রান। এ ছাড়া কাইল মায়ার্স ৩৯ সামারা ব্রুকস ৩৫ রান করেন। ভারতের শার্দূল ঠাকুর ৫৪ রানে নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে ভারত ব্যাটিং বিপর্যয়ে না পড়লেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান সংগ্রহ করতে গিয়ে কিছুটা পিছয়ে পড়ে। শ্রেয়াসের ৬৩, সানজু স্যামসনের ৫৪, শুভমান গিলের ৪৩, দিপক হুদার ৩৩ রানের পরও ভারতের জয় ছিল বগুদূরে। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সানজু শর্মা আউট হওয়ার সময় ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ উইকেটে ৬৮ বলে ১০৭ রানের। খুবই কঠিন লক্ষ্য। এ সময় ক্রিজে আসেন অক্ষর প্যাটেল। তিনি এসেই শুরু করেন ধুন্ধুমার ব্যাটিং। এমনই ব্যাটিং যে নাগালের বাইরে থাকা জয় ক্রমেই হাতের কাছে আসতে থাকে। উইন্ডিজের হাত থেকে ফসকে যেতে থাকে জয়। তার ব্যাটিংয়ের কারণেই শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন পড়ে ৮ রানের। প্রথম ৩ বলে ২ রান আসাতে ভারত কিছুটা চাপে ছিল। শেষ ৩ বলে করতে হবে ৫ রান। কিন্তু অতো সময় নিতে রাজি ছিলেন না অক্ষর প্যাটেল। মায়ার্সের করা সেই ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে তিনি সব উত্তেজনায় পানি ঢেলে দেন। অক্ষর প্যাটেল ৩৫ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৬৪ রান করে অপরাজিত থাকেন। ২৭ বলে করেন হাফ সেঞ্চুরি। ম্যাচ সেরাও হন তিনি।
এমপি/আরএ/