ফলাফল, ভবিষ্যৎ, অতীত নিয়ে ভাবেন না সোহান
টেস্ট ক্রিকেটে সর্বশেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় একটিতে, হার আটটিতে। একটি হয়েছে ড্র। টি-টোয়েন্টি ক্রিকেটেও সর্বশেষ ১০ ম্যাচে আটটিতে হার। জয় একটিতে। একটি পরিত্যক্ত। ওয়ানডেতে আবার বিপরীত। সেখানে সর্বশেষ ১০ ম্যাচের আটটিতেই জয়। হার দুটিতেই। তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক চালচিত্র এ রকমই। ওয়ানডেতে উড়ছে আকাশে। একর পর এক দলকে হারিয়ে চলেছে। বাকি দুই ফরম্যাটে ক্রমাগত নিম্নগামী। জয় আসছে মাঝে মাঝে।
অবস্থার পরিবর্তন আনতে টেস্টের পর টি-টোয়েন্টি ক্রিকেটেও নেতৃত্বের পালাবদল হয়েছে। টেস্টের নেতৃত্বের ঝান্ডা সাকিব আল হাসানের হাতে। টি-টোয়েন্টিতে সেই দায়িত্ব পেয়েছেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। নেতৃত্ব পেয়ে সাকিব অবস্থার কোনো পরিবর্তন আনতে পারেননি। নুরুল হাসান সোহান এখনো পরীক্ষা দেননি। তার প্রথম পরীক্ষার ভেন্যু জিম্বাবুয়ে। তারিখ ৩০ জুলাই। এরপর আরও দুইটি পরীক্ষা আছে ৩১২ জুলাই ও ২ আগস্ট।
সাকিব ও সোহানের নেতৃত্বের দায়িত্ব পাওয়ার মাঝে বিস্তর ফারাক আছে। সাকিবকে দেওয়া হয়েছে স্থায়ীভাবে, সোহানকে পরীক্ষামূলকভাবে। বিসিবির পক্ষ থেকে সরাসরি কোনো কিছু বলা না হলেও সাকিব যদি রাজি থাকেন, তাহলে জিম্বাবুয়ে সফরে নুরুল হাসান সোহান সাফল্য-ব্যর্থ যাই-ই হোন না কেন, তিনি আর নেতৃত্বে থাকবেন না! কিন্তু এ সব নিয়ে তিনি মোটেই ভাবছেন না। কোনো রকমের চাপও নিতে চান না।
তিনি বলেন, ‘আমি যদি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলি, এই যে ক্রিকেট বা অন্য কিছু আমার কাছে প্রত্যাশা খুব কম। কিংবা এক্সাইটমেন্ট এগুলো আমার কাছে কম। আমার আছে মনে হয়, আমি নিজে কঠোর পরিশ্রম করব, প্রক্রিয়া অনুসরণ করব, সৎ থাকব। ফলাফল, ভবিষ্যৎ, অতীত এগুলো নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। যেটা বললেন চাপ, সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। অনেক দিন ধরেই এটা করার চেষ্টা করছি। এগুলো আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়।’
এমপি/আরএ/