জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান
গুঞ্জন উঠেছিল টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারাতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এখন পর্যন্ত তা হয়নি। কিন্তু দল থেকে বাদ পড়েছেন রিয়াদ। একই সঙ্গে বিশ্রামে পাঠানো হয়েছে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে।
তিন সিনিয়র তারকা না যাওয়ায় জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার নুরুল হাসান সোহানের কাঁধে তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাকিব আগেই জানিয়েছিলেন, তিনি জিম্বাবুয়ে সফরে যাবেন না। আর মুশফিক-রিয়াদকে পাঠানো হয়েছে বিশ্রামে। এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই পঞ্চপাণ্ডবের কেউ।
শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে এই দলের নেতৃত্বে আমরা সোহানকে বাছাই করেছি। আর তা মাহমুদউল্লাহকে জানানো হয়েছে। টি-টোয়েন্টি দল নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছিল। কারণ আমরা টি-টোয়েন্টিতে ধারাবাহিক উন্নতি করতে পারছি না।
তিনি বলেন, সামনে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সিরিজ আছে। এ জন্য দল নিয়ে বিসিবির অনেক চিন্তাভাবনা ছিল।
এদিকে মাহমুদউল্লাহকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কি না এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। তবে অফফর্মের জন্য দল থেকে বাদ পড়েছেন রিয়াদ। আর তাই নেতৃত্ব হারিয়েছেন তিনি।
জালাল ইউনুস বলেন, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক ছিল। বেশ কয়েকদিন ধরে আমরা অধিনায়ক ইস্যু নিয়ে আলোচনা করছি। রিয়াদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি জিম্বাবুয়েতে এবার নতুন দল পাঠাব।
এসজি/