মোহামেডানকে হারিয়ে মুক্তিযোদ্ধার ‘মুক্তি’র আশা!
প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হয়ে যাওয়ার পর লিগ অনেকটা পানসে হয়ে পড়েছে। কিন্তু রেলিগেশন কাদের হবে তা নিশ্চিত না হওয়ায় দারুণভাবে জমে উঠেছে এই বিভাগ। ২০তম রাউন্ডের শেষ দিনে আজ (বৃহস্পতিবার) সেখানে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আজ মাঠে নেমেছিল রেলিগেশন অঞ্চলে থাকা তিনটি ক্লাব- রহমতগঞ্জ, মুক্তিযোদ্ধা সংসদ ও স্বাধীনতা ক্রীড়া সংঘ। রহমতগঞ্জ ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করেছে। ১৮ পয়েন্ট নিয়ে তারা অনেকটাই নিরাপদ। স্বাধীনতা সংঘ ৯ পয়েন্ট নিয়ে ধুঁকছে। তাদের অবনমন অনেকটাই নিশ্চিত। অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদ ২-১ গোলে মোহমেডানকে হারিয়ে নিজেরাও বাঁচার চেষ্টা করছে। তাদের পয়েন্ট ১৫। আগের ম্যাচে সাইফ স্পোর্টিং চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে তারাও বাঁচার শেষ চেষ্টা করছে। তাদের পয়েন্ট ১৪। বৃহস্পতিবার দিনের অপর ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ৪-১ গোলে হাারিয়েছে বাংলাদেশ পুলিশকে। মোহামেডান ও পুলিশের পয়েন্ট সমান ২৯ করে। গোল গড়ে মোহামেডান পাঁচে এবং পুলিশ আছে ছয়ে। শেখ রাসেল ২২ পয়েন্ট নিয়ে আছে আটে।
রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে সানডের হ্যাটট্রিকে রহমতগঞ্জ ৫-১ গোলের বড় ব্যবধানে জয়ী হয়। প্রথমার্ধে রহমতগঞ্জ ১-০ গোলে এগিয়ে ছিল। সানডে ৫২, ৬৭ ও ৮৯ মিনিটে গোল করে লিগের সপ্তম হ্যাটট্রিক করেন। অপর গোল দুইটি করেন ফিলিপ আজহা ও সানোয়ার। স্বাধীনতা সংঘের হয়ে ৫৬ মিনিটে একমাত্র গোলটি করেন ইভান।
গোপালগঞ্জ শেষ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। ২৬ ও ৬৯ মিনিটে সৌদি আব্দুল্লাহ গোল করেন। মোহামেডানের হয়ে ৮৭ মিনিটে একটি গোল পরিশোধ করেন ওবি মোনাকে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল নিজেদের মাঠে পুলিশকে দাঁড়াতেই দেয়নি। জিতেছে ৪-১ গোলে। প্রথমার্ধের অন্তিম লগ্নে জোড়া গোল করে শেখ রাসেল এগিয়ে যায়। ৪৫ মিনিটে ইসমায়েল আকিনাদে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে রিচার্ডের গোলে ২-০ গোলে এগিয়ে যায় তারা। ৫১ মিনিটে আমিরউদ্দিন শরিফিরে গোলে ব্যবধানে কমায় পুলিশ ২-১। কিন্তু ৫৬ মিনিটে ইসমায়েল আকিনাদে নিজের দ্বিতীয় গোল আবার ব্যবধান বাড়িয়ে নেন ৩-১। দলের হয়ে চতুর্থ গোলটি করেন ৭০ মিনিটে কেপি জিন চার্লস।
এমপি/এসজি/