টেস্টেও হার দিয়ে সিরিজ শুরু টাইগারদের
ছবি : সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পর এবার টেস্টেও হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। ৮ উইকেটে জিতল সফরকারীরা।
তাইজুলের স্পিনে নাস্তানাবুদ হয়ে পাকিস্তানের প্রথম ইনিংস ২৮৬ রানে গুটিয়ে গেলেও লাভ হলো না বাংলাদেশের। ৪৪ রানের লিড পেলেও তা কাজে লাগাতে পারেননি টাইগাররা। দ্বিতীয় ইনিংসে দুই সেশনের খেলা শেষ না হতেই ৫ উইকেট হারিয়ে বসে মুমিনুলবাহিনী। বাকি সময় উইকেট না হারিয়ে দিনের খেলা শেষ করেন মুশিফকুর রহিম ও লিটন দাস।
তবে তৃতীয় দিনে দলকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি তারা। দিনের শুরুতেই হাসান আলীর বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। যদিও আউট হওয়ার আগে তার বলেই বাউন্ডারি হাকিয়ে দিনের সূচনা করেছিলেন তিনি।
এমন পরিস্থিতিতে ইয়াসির আলীকে নিয়ে লিড বড় করার কাজে নামেন লিটন দাস। তবে এ জুটি বেশি দূর এগুতে পারেনি। কারণ শাহীন শাহ আফ্রিদির বাউন্সারে আঘাত পেয়ে একপর্যায়ে মাঠ ছাড়তে বাধ্য হয় ইয়াসির আলী। মাঠ ছাড়ার আগে তিনি করেন ৩৬ রান।
এরপর কনকাশন রিপ্লেসমেন্টে নামা নুরুল হাসান সোহানকে নিয়ে এগুতে থাকে লিটন। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে তাকে নিয়ে খেলা শেষ করেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই মিডল অর্ডার ব্যাটার।
তবে বিরতির পর এক সেশনও খেলতে পারেনি মুমিনুলবাহিনী। সোহানের বিদায়ের পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি লিটন দাসও। অবশ্য বিদায়ের পূর্বে অর্ধশতক করেন তিনি।
এরপর আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি টাইগাররা। কারণ পাকিস্তানি দুই পেসারের বোলিং তোপে এক সেশনও পুরোপুরি খেলতে পারেননি লো অর্ডার ব্যাটাররা। ফলে দেড় দিন বাকি থাকতেই ২০২ রানের সহজ টার্গেট পায় সফরকারীরা।
পরে তৃতীয় দিনের খেলা বিনা উইকেটে শেষ করে পাকিস্তান। দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফি ফিফটি পূরণ করেন। তাদের পার্টনারশিপে দিন শেষে দলীয় স্কোর দাঁড়ায় ১০৯ রানে।
পঞ্চম দিনে পাকিস্তানের দুই ওপেনারের উইকেট পতন হলেও পরাজয় এড়াতে পারল না টাইগাররা। ফলে টেস্টেও ১-০ ব্যবধানে পিছিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশ মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।
এসআইএইচ/টিটি/