ড্র করে উত্তরা বারিধারার মূল্যবান এক পয়েন্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল যেন এখন সবার কাছে এক মস্ত বড় বোঝা হয়ে উঠেছে। শেষ হলেই যেন সবাই হাফ ছেড়ে বাঁচেন। লিগের ২০তম রাউন্ডের খেলা চলছে। এরপর বাকি থাকবে আরও দুই রাউন্ডের খেলা। কিন্তু এ খেলাগুলোর নেই কোনো আকষর্ণ। ইতিমধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ নিশ্চিত হয়ে গেছে। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বসুন্ধরাকিংস হয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন।
সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আবাহনী রানার্সআপ। উপরের দিকে আকর্ষণ না থাকলেও নিচের দিকে রয়ে গেছে সব আকর্ষণ। কারণ এখনো রেলিগেশন নিশ্চিত হয়নি। চার দল আছে লড়াইয়ে। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা দুই দলের অবনমন ঘটবে। এমন একটি ম্যাচে আজ উত্তরা বারিধারা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করে মহামূল্যবান এক পয়েন্ট পেয়েছে।
২০ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। অবস্থান করছ ১১তম স্থানে। তাদের নিচে আছে এক ম্যাচ কম খেলে মুক্তিকযোদ্ধা সংসদ (পয়েন্ট ১২) ও স্বাধীনতা সংঘ (পয়েন্ট ৯)। লিগের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে চমক দেখানো স্বাধীনতা সংঘ হয়তো নিজেদের অবনমন ঠেকাতে পারবে না। বাকি একটি স্থানের জন্য লড়াই হবে মুক্তিযোদ্ধা সংসদ, উত্তরা বারিধারা ও রহমতগঞ্জের মাঝে। এদিকে এই ড্র করে চট্টগ্রাম আবাহনী ২৭ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের সাতে।
আজ গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে এগিয়ে ছিল। ১০মিনিটে শাখাওয়াত হোসেন রনির গোলে আবাহনী এগিয়ে যায়। ৩৭ মিনিটে আরিফুর রহমানের গোলে আবাহনী ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে শুরুতেই গোল পেয়ে যায় বারিধারা। ৫০ মিনিটে ফাজিলভের গোলে ব্যবধান কমায় বারিধারা (২-১) ৭৮ মিনিটে আরিফের গোলে বারিধারার শিবিরে স্বস্তি নেমে আসে।
এমপি/