শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ইমরুল-এনামুল-খালেদকে দলে ভিড়িয়েছে মোহামেডান

সময় যেন বহতা নদী। চলে আপন গতিতে। সময়কে যারা কাজে লাগাতে পারে তারা সফল হয়, যারা পারে না, তারা হয় ব্যর্থ। এ সময়কে কাজে লাগিয়েই এক সময় মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের ইতিহাসে একের পর এক সাফল্য রচনা করেছে। পেয়েছে আকাশচুম্বি জনপ্রিয়তা। ঠাঁই করে নিয়েছিল দর্শক হৃদয়ের মনি কোঠায়। মোহামেডানের সাফল্যে যেমন বাঁধভাঙা জোয়ার তৈরি হতো, তেমনি ব্যর্থতায় তৈরি হতো হতাশার সাগর। ক্লাবের পরাজয়ে মারামারি করে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এক মৌসুম চ্যাম্পিয়ন হতে না পারলে, তা হোক ফুটবল, ক্রিকেট কিংবা হকি (এ তিনটি খেলায় মোহামেডানের ছিল দাপুটে বিচরণ), পরের মৌসুমে চ্যাম্পিয়ন হতেই হতো। কদাচিৎ ঘটত এর ব্যতীক্রম। এখন সবই ইতিহাস। বর্তমান মোহামেডান যেন সেই ইতিহাসের কঙ্কাল! নেই কোনো সাফল্য। ‘চ্যাম্পিয়ন’ হওয়া কাকে বলে তা যেন ভুলতে বসেছে। ইদানিং আবার বেশ নড়চড়ে বসেছে ক্লাবটি। সর্বশেষ পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর থেকেই ফুটবল ও ক্রিকেটে শক্তিশালী দল গড়ে ধীরে ধীরে আবার আগের ইতিহাসে ফিরে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ক্রিকেটে।

মোহামেডান গত মৌসুমে জাতীয় দলের এক ঝাঁক তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়ে রীতিমতো বাজিমাত করেছিল। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, তাসকিন, মিরাজ, সৌম্যর মতো ক্রিকেটাররা নাম লেখান মোহামেডান। তারায় তারায় ঝিলিক করতে থাকে মতিঝিল পাড়ার ক্লাবটিতে। এ রকম তারকা নির্ভর দল মোহামেডান আগে গড়ত। সাম্প্রতিক সময়ে তা ছিল বিরল। আগের মতো সমর্থকদের সে রকম বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা না গেলেও এখনও যারা ক্লাবঅন্তঃপ্রাণ সমর্থক, তাদের চোখে-মুখে আনন্দের বাঁধভাঙা জোয়ার তৈরি হয়। দীর্ঘদিন পর আবার তারা শিরোপা জয়ের স্বপ্ন বুনন করতে শুরু করেন। কিন্তু এ সবই ছিল রাজ্যের কল্পনা। কারণ মোহামেডান শিরোপা জেতা দূরে থাকে। আশে-পাশেও থাকতে পারেনি। এমন কী সুপার লিগেও উঠতে পারেনি। লিগে হয়েছিল সপ্তম।

মোহামেডান এক ঝাঁক তারকা খেলোয়াড়দের দলে ভেড়ানো ছিল অনেকটা বিদ্যুৎ চমকানোর মতো ঝিলিক। কারণ জাতীয় দলে ব্যস্ততার কারণে সাকিব-শফিক-মিরাজ মোহামেডানের হয়ে কোনো ম্যাচই খেলতে পারেননি। ইনজুরির কারণে তাসকিন ছিটকে যান। মাহমুদউল্লাহ খেলেন সাতটি ম্যাচ। গতবারের ব্যর্থতা ভুলে শিরোপা জেতার জন্য মোহামেডান এবারও তারকা নির্ভর দল গড়েছে। যদিও পরবর্তী মৌসুমের লিগ শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু মোহামেডান দল-বদলের কাজটি সেরে রেখেছে। মোহামেডানের মতো অনেক ক্লাবই নিজেদের কাজটি করে রেখেছে।

মোহামেডানের কর্মকর্তাদের ইচ্ছে ছিল গতবারের দল ধরে রাখার পাশাপাশি কিছু নতুন খেলোয়াড় দলে ভিড়িয়ে গতবারের দুর্বলতা ঢাকার। কিন্তু সে সুযোগ তারা পাননি। গতবার মুশফিক ও মিরাজ মোহামেডানের হয়ে কোনো ম্যাচ না খেলাতে পরে তারা ছাড়পত্র নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলেন। লিগে শেখ জামাল চ্যাম্পিয়নও হয়েছিল। এবার এই দুই ক্রিকেটারকেই শেখ জামাল আর ছাড়েনি। যদিও মিরাজের ব্যাপারে মোহামেডানের আপত্তি আছে বলে ক্লাব সূত্রে জানা গেছে। গতবার শেখ জামালে খেলার জন্য ছাড়পত্র নেওয়ার সময় মোহামেডান থেকে নেওয়া অগ্রিম টাকা মুশফিক সম্পূর্ণ ফেরত দিলেও মিরাজ আংশিক দিতে পেরেছিলেন। বাকি টাকা পরের মৌসুমে মোহামেডানে খেলে সমন্বয় করে দেবেন বলে মিরাজ লিখিত দিয়েছিলেন। মোহামেডানের কর্মকর্তাদের বিশ্বাস মিরাজ তার কথা রাখবেন।

মোহামেডান গতবারের ক্রিকেটারদের মাঝে ধরে রেখেছে মাহমুদউল্লাহ, তাসকিন, সৌম, নাজমুল ইসলাম অপু, আব্দুল মজিদ, শুভাগত হোম, আরিফুল ইসলাম, মুশফিক হাসানকে। ছেড়ে দিয়েছে পারভেজ ইমন, জাহিদুজ্জামান, ইয়াসির আরাফাত, সোহরাওয়ার্দী শুভ, রুবেল মিয়া, হাসান মাহমুদ, সালাহউদ্দিন শাকিলকে।

মোহামেডান নতুন খেলোয়াড় সংগ্রহে চমক দেখিয়েছে ঘরোয়া ক্রিকেটের সফল অধিনায়ক ইমরুল কায়েসকে দলে ভিড়িয়ে। গতবার তার নেতৃত্বেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল। এ ছাড়া বিপিএলে তার নেতৃত্বই চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতবার লিগে ইমরুল কায়েস নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে ১৫ ম্যাচে রান করেছিলেন ৫১৩। একটি সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন। লিগে তিনি ছিলেন দশম সর্বোচ্চ রান সংগ্রহকারী। এবার তার নেতৃত্ব আর ব্যাটিং দুইটিই পাবে মোহামেডান। ইমরুল কায়েসের মতো মোহামেডান দলে ভিড়িয়েছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়রকে। গতবার লিগে তিনি রূপগঞ্জ টাইগার্সের হয়ে ১৬ উইকেট নিয়েছিলেন।

মোহামেডান অভিজ্ঞদের পাশাপাশি নিয়েছে তরুণদেরও। যেখানে সর্বাগ্রে নাম আসবে জাতীয় দলে সাদা পোশাকের পেসার সৈয়দ খালেদ আহমেদের। এ ছাড়াও তারা নিয়েছে আরেক তরুণ পেসার রুহেল মিয়াকে। গতবার তিনি লিজেন্ডস অব রূপগঞ্জে না লেখালেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। মোহামেডানের আগ্রহ ছিল গতবার লিগে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে হাজার রান করা প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয়কে নিয়ে। কিন্তু বিজয়কে দলে টেনে নিয়েছে আবাহনী।

মোহামেডানের খেলোয়াড় ধরে রাখা-ছেড়ে দেওয়া আর নিয়ে আসার পর বাকি থাকল সাকিবের বিষয়টি। মোহামেডান সুপার লিগে উঠতে না পারার কারণে গতবার তিনিও মুশফিক-মিরাজের মতো ক্লাবের হয়ে কোন ম্যাচ খেলতে পারেননি। পরে ছাড়পত্র নিয়ে খেলেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জে। এবারও তাকে ধরে রাখতে চায় মোহামেডান। কিন্তু সাকিবের ব্যাপরে আগ্রহ আছে লিজেন্ডস অব রূপগঞ্জে। আবার আবাহনীও তাকে চায়। তাই সাকিবের ঠিকানা কোথায় হবে তা নিশ্চিত নয়! সম্ভাবনা বেশি আবাহনীতে খেলার। একটি সূত্রে জানা গেছে সাকিবেরও ইচ্ছে সে রকমই।

এমপি/এসএন

 

Header Ad
Header Ad

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পদ চূড়ান্ত, থাকছেন যারা

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পদে মনোনীত নেতারা। ছবি: সংগৃহীত

আত্মপ্রকাশ হওয়ার অপেক্ষায় তরুণদের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় দলে দলে আসছেন ছাত্র-জনতা। এরই মধ্যে জানা গেছে, দলটির শীর্ষ ১০টি পদ চূড়ান্ত হয়েছে। সেখানে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে থাকছেন দুজন করে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেয়া হবে। প্রকাশ করা হতে পারে দলের লোগো-মনোগ্রাম-পতাকাও।

দলটির শীর্ষ দশ পদে রয়েছেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সরকারপ্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন নতুন দলের উদ্যোক্তারা। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরাও।

এদিকে, বিএনপি, জামায়াতে ইসলামীসহ ছাত্র-জনতার অভ্যুত্থানের শরিক ৩৬ রাজনৈতিক দলের পাশাপাশি ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে।

Header Ad
Header Ad

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ

দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা

দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধীনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-জনতা সমবেত হয়েছেন।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খন্ড মিছিল নিয়ে ছাত্র-জনতা আসতে শুরু করেছে। সমাবেশে যোগ দিতে তরুণ সমাজের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষও উপস্থিত হচ্ছেন। বক্তৃতার সময় তাদের মধ্যে কিছু স্লোগানও শোনা যাচ্ছে, যা তাদের উচ্ছ্বাস এবং নতুন দলটির প্রতি সমর্থন প্রকাশ করে। বিশেষ করে, ছাত্রসমাজের মধ্যে উজ্জীবিত আবেগ এবং রাজনৈতিক পরিবর্তনের চাহিদা অত্যন্ত দৃশ্যমান।

বিগত দিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ভুল থেকে শিক্ষা নিয়ে, দেশজুড়ে তরুণদের নেতৃত্বে নতুন কিছু করার জন্য জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করছে। এমনকি, প্রান্তিক এলাকার প্রবীণরা সম্মেলনে যোগ দিতে এসেছেন। তারা বলছেন, পূর্ববর্তী রাজনৈতিক দলগুলো ক্ষমতার মসনদে বসে নিজেদের স্বার্থ হাসিল করেছে, কিন্তু এখন সময় এসেছে তরুণদের হাতে দেশের শাসনভার সোপর্দ করার।

সমাবেশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিস সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রও স্থাপন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়ানো যায়।

সূত্র বলছে, জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদের নাম চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন: আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

Header Ad
Header Ad

সেপ্টেম্বরে এশিয়া কাপ, ভারত-পাকিস্তানের গ্রুপে থাকবে না বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এবং এবারের টুর্নামেন্টে অংশ নেবে মোট ৮টি দল। তবে, এবার ভারত-পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ একই গ্রুপে থাকবে, কিন্তু বাংলাদেশ থাকবে আলাদা গ্রুপে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর পক্ষ থেকে ইতোমধ্যে এশিয়া কাপের গ্রুপের ঘোষণা করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে ভারত এবং পাকিস্তান থাকবে, সেই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও এই গ্রুপে যোগ দেবে। তবে, ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো ম্যাচ আয়োজনে শর্তারোপ করা হয়েছে। দুই দলই একে অপরের দেশে গিয়ে ম্যাচ খেলতে সম্মত হয়নি, তাই তাদের জন্য নির্ধারিত কোনো ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়নি।

অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে থাকবে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই গ্রুপেও একটি নতুন দল যোগ হওয়ার কথা রয়েছে। তবে কোন দলটি গ্রুপ ‘বি’-তে যোগ দেবে তা এখনও প্রকাশ করা হয়নি।

এশিয়া কাপের আয়োজক দেশ ভারত হলেও, আসরটি হয়তো ভারতের বাইরে অনুষ্ঠিত হতে পারে। কারণ, ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের কারণে ম্যাচগুলি তাদের নিজ নিজ দেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। তাই, এসিসি জানিয়েছে যে টুর্নামেন্টের স্থান সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কা হতে পারে। গত কয়েকটি আসরের মতো এবারও দুই দেশই একটি নিরপেক্ষ জায়গায় ম্যাচ আয়োজন করবে।

এশিয়া কাপ ২০২৫ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এ বছর অনুষ্ঠিত হবে। মোট ৮টি দল অংশ নেবে এবং টুর্নামেন্টে ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল ৭টি গ্রুপ ম্যাচে অংশগ্রহণ করবে এবং সেই অনুযায়ী সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে।

এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ দুই দলের মধ্যে ক্রিকেটের মাঠে তীব্র প্রতিযোগিতা থাকে এবং এই ম্যাচটি বিশ্বের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ হিসেবে বিবেচিত হয়। গত এশিয়া কাপে ভারত পাকিস্তানকে পরাজিত করেছিল এবং এশিয়া কাপের পরবর্তী আসরে আবারও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একে অপরের মুখোমুখি হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পদ চূড়ান্ত, থাকছেন যারা
দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা
সেপ্টেম্বরে এশিয়া কাপ, ভারত-পাকিস্তানের গ্রুপে থাকবে না বাংলাদেশ
বাংলাদেশ থেকে ইলিশ নিতে চায় চীন
ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য গ্রেফতার
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাপা বাদে সব দল আমন্ত্রিত
চুয়েট ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য আটক
গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করলেন জেদনী
বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ লাশ উদ্ধার
মধ্যরাতে শেওড়াপাড়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সব দোকান
‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ আজ, ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা
মিয়ানমারে আটক ২৯ জেলেকে ফেরত আনলো বিজিবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য তারুণ্য উৎসবের আয়োজন
নতুন ছাত্রসংগঠন থেকে ২ নেতার পদত্যাগ
রাত পোহালেই বিএনপির নওগাঁ সদর ও পৌরসভা ভোট
দেশের বাজারে ফের কমলো সোনার দাম
চুয়াডাঙ্গায় গুণগতমানসম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও ব্যবহারবিষয়ক দুদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি-লুটপাট, গ্রেফতার ৪
সবার জন্য উন্মুক্ত কনসার্ট, জেমসসহ গাইবেন আরও পাঁচ ব্যান্ড