‘মাহমুদউল্লাহ রান পেলে সব ঠিক হয়ে যাবে’
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতা হাত ধরাধরি করে চলছে। টেস্টের ব্যর্থতার কারণে সরে দাঁড়িয়েছেন মুমিনুল হক। সঙ্গে ছিল নিজের রান খরাও।
টি-টোয়েন্টি ক্রিকেটেও একই অবস্থা মাহমুদউল্লাহ রিয়াদের। সর্বশেষ হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ১৩ ম্যাচে আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে। এরপর তার ইনিংসগুলো ছিল যথাক্রমে ১০*, ১৯, ৩১*, ৩১৬, ৬, ১২,১৩, ১০, ২১, ৯, ১১ ও ২২। সঙ্গে আছে তার দুর্বল মুখস্থ নেতৃত্ব। এই ১৩ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একটিতে।
ঘরের মাঠে আফগানিস্তানকে হারিয়েছিল ৬১ রানে। এ সব মিলেয়ে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ এখন বিরাট এক প্রশ্নের নাম। অনেকেই মনে করেন তার নেতৃত্ব শুধু নয়, দলে জায়গা পাওয়াও প্রশ্নবিদ্ধ। এদিকে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। অস্ট্রেলিয়া সেই বিশ্বকাপ শুরু হবে অক্টোবারের ১৬ তারিখ।
মাহমুদউল্লাহর নেতৃত্বে বাংলাদেশ খেলবে, না অন্য কেউ এসে দায়িত্ব নেবেন-এ রকম প্রশ্ন ঘারপাক খাচ্ছে। কিন্তু বিসিবি সভাপতি এখনই তার উপর থেকে আস্থা হারাতে চাচ্ছেন না। মাহমুদউল্লাহ বর্তমানে দলের সঙ্গে উইন্ডিজ সফরে আছেন। সেখান থেকে ফিরে আসার পর তার সঙ্গে বসবের তিনি। তারপর নিতে চান পরবর্তী পদক্ষেপ।
রবিবার (১৭ জুলাই) বিসিবির পরিচালনা পর্ষদের সভা গিয়েছে। সেখানে অনেকেই মনে করেছিলেন মাহমুদউল্লাহর প্রসঙ্গটি উঠে আসবে। কিন্তু এ বিষয়ে কোনো আলোচনায়ই হয়নি বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘আমাদের মাঝে অধিনায়কত্ব নিয়ে কোনো আলাপ হয়নি। টি-টোয়েন্টিতে হঠাৎ করে একটা পরিবর্তন করলেই যে আহামরি ফল আসবে এ ব্যাপারে আমরা নিশ্চিত নই। এটাও আমাদের লম্বা সময়ের জন্য চিন্তা করতে হবে। হুট করে বলা (নেতৃত্ব পরিবর্তন) মুশকিল। তবে যাই করি না কেন অবশ্যই আলাপ করে করতে হবে।’
তিনি বলেন, ‘আমার ধারণা এ সিদ্ধান্তটা নিতে আমাদের অন্তত এই মাস চলে যাবে। আমরা আসলে বসতে হবে। অধিনায়ক ও কোচের সঙ্গে বসে আলাপ তো করতে হবে। ওরা কি বলে। ওদের কথাতো জানতে হবে, কী হয়েছে।’
নাজমুল হাসান পাপন মনে করেন মাহমুদউল্লাহ রান না পাওয়াতে এ রকম প্রশ্ন উঠছে। রান পেলে সব ঠিক হয়ে যাবে বলে জানিয়ে তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে এত কথা হচ্ছে, ওর নামটা আসছে, কারণ ও নিজে রান পাচ্ছে না। ও আসলে ওর সঙ্গে বলব। আমি মনে করে ও রান পেলে সব ঠিক হয়ে যাবে।’
এমপি/এমএমএ/