শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সামনে যেতে হলে সাইড বেঞ্চের শক্তি দেখতেই হবে

একদিনের সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই বাংলাদেশ সিরিজ জিতেছে। এতে কিছুটা হলেও টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের চরম ব্যর্থতা আড়াল হবে। প্রথম দুই ম্যাচ জেতার পর তামিম ইকবাল চেয়েছিলেন যারা খেলেনি তাদের পরখ করে নিতে। কিন্তু ঢাকা থেকে বার্তা যাওয়াতে তামিম ইকবাল আর সে পথে হাঁটতে পারেননি। পুর্ণ শক্তির দল নিয়ে নামার কারণ ছিল কিছুতেই ম্যাচ হারা যাবে না। কারণে পেছনে তাড়া করছে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের ভয়াবহ ব্যর্থতা। শেষ ম্যাচে ‘সাইড বেঞ্চে’র শক্তি পরখ করতে না পারা নিয়ে তামিম ইকবাল বলেন, ‘এটা আমি অবশ্যই করতে চেয়েছিলাম। তবে ম্যানেজমেন্টের সঙ্গে যখন কথা বলেছি, তখন তারা মনে করেছে যে পূর্ণ শক্তির দল নিয়েই নামা উচিত। আমরা সেটাই করেছি।’ শুধু তাইজুলকে খেলানো প্রসঙ্গে তিনি বলেন, ‘একটাই পরিবর্তন করার কথা ছিল। কারণ আমরা জানতাম যে একই উইকেটে খেলব। তখন একজন পেস বোলারকে কমিয়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত হয়। আমি যে কথাটি বলেছিলাম, তা অবশ্যই আমার ইচ্ছা ছিল। তবে যেটা ম্যানেজমেন্ট বলেছে, তাতেও আমি ‘কনভিন্সড।’ দল যখন ভালো করছে, শেষটাও ভালোভাবে করা উচিত।’

কর্তার ইচ্ছায় কর্ম। তাই তামিম চাইলেও নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। কিন্তু তিনি মনে করেন সামনে এগুতে হলে সাইড বেঞ্চের শক্তিও পরীক্ষা করে দেখতে হবে। তিনি বলেন, ‘সামনে যেতে হলে সাইড বেঞ্চের শক্তি দেখতেই হবে। নাহলে কীভাবে বুঝতাম তাইজুলের এই গুণ আছে, বা মোসাদ্দেকের বোলিংয়ের এই সামর্থ্য আছে। কোনো না কোনো সময় দেখতেই হবে। হয়তো একসঙ্গে পাঁচজনকে করবেন না, এক-দুই জন করে করতে হবে। ওয়ানডেতে বিশ্বের বড় দলগুলো কিন্তু এভাবেই করে। সিরিজ জিতলে খেলোয়াড় বদলায়। আমাদের আরেকটু সাহস দেখিয়ে করতে হবে। আবার আমরা এর আগে করিওনি। ফলে একটা দ্বিধা থেকে যায় সবসময়। আমি নিশ্চিত, ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন।’

 

এমপি/

 

Header Ad
Header Ad

বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ লাশ উদ্ধার

বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ লাশ উদ্ধার। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানা গেছে, গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা পৌঁছেছে ৪৮ হাজার ৩৬৫ জনে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের কারণে আরও ১৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে, গাজায় আহতের সংখ্যা বর্তমানে ১ লাখ ১১ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি কার্যকরের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বহু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক মানুষ এখনও সেখানে চাপা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যার মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের মতো লক্ষ্যমাত্রা রয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এর পাশাপাশি, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

এদিকে, গাজায় ধ্বংসস্তূপের নিচে আরও নিহতের সংখ্যা বাড়তে থাকায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে, আর আন্তর্জাতিক মহল থেকে এই পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

Header Ad
Header Ad

মধ্যরাতে শেওড়াপাড়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সব দোকান

মধ্যরাতে শেওড়াপাড়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে শেওড়াপাড়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টা ৪২ মিনিটের দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় ৪৫ মিনিট পর নিয়ন্ত্রণে আসে। তবে এ সময়ের মধ্যেই কাঁচাবাজারটির সবক’টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, রাত ২টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৪টি এবং এরপর আরও একটি ইউনিট যোগ। মোট ৮টি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন কীভাবে লাগল, সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি।

Header Ad
Header Ad

‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ আজ, ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা

‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ আজ। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রায় তিন লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ ঠিক হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করবে।

এদিকে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রায় তিন লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউতে উত্তর পাশের লেনে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে প্রস্তুত করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের মূল মঞ্চ।

নতুন দলের আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম, আর সদস্যসচিব হিসেবে থাকছেন আখতার হোসেন। গতকাল বৃহস্পতিবার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে তারা দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ নেতা হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত নেতাকর্মী এবং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রবাসী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া গণঅভ্যুত্থানে অবদান রাখা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ, যারা জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, তারাও এতে অংশ নেবেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপরে জুলাই বিদ্রোহের শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের বক্তব্য থাকবে। এ ছাড়া, জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে একটি তথ্যচিত্রও দেখানো হবে। জাতীয় নাগরিক পার্টির পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্যের পতে পারে। তবে, শুক্রবার আংশিক কমিটি ঘোষণা করা হবে। এতে নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব হচ্ছেন। এ ছাড়া, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সমন্বয়ক পদে হান্নান মাসুদের নাম চূড়ান্ত হয়েছে।

এদিকে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ লাশ উদ্ধার
মধ্যরাতে শেওড়াপাড়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সব দোকান
‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ আজ, ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা
মিয়ানমারে আটক ২৯ জেলেকে ফেরত আনলো বিজিবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য তারুণ্য উৎসবের আয়োজন
নতুন ছাত্রসংগঠন থেকে ২ নেতার পদত্যাগ
রাত পোহালেই বিএনপির নওগাঁ সদর ও পৌরসভা ভোট
দেশের বাজারে ফের কমলো সোনার দাম
চুয়াডাঙ্গায় গুণগতমানসম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও ব্যবহারবিষয়ক দুদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি-লুটপাট, গ্রেফতার ৪
সবার জন্য উন্মুক্ত কনসার্ট, জেমসসহ গাইবেন আরও পাঁচ ব্যান্ড
বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এমন সংবাদ দিয়ে ছেলেকে অপহরণ
রামপুরায় গাড়িচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন
একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৫৩ জন কর্মকর্তাকে রদবদল
‘টাকা-পয়সা-গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’
বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা
নিরাপদ পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার: হাইকোর্টের ঐতিহাসিক রায়
সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’: বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪৩ জন
বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু ৯ মার্চ, সরকারের ব্যয় ৫২৫ কোটি টাকা