হঠাৎ টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তামিমের বিদায়
সময়ের কারণে উইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ১০ ঘন্টা। উইন্ডিজ যখন খেলা শুরু হয়,বাংলাদেশে তখন সন্ধ্যা। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতা কিছুটা হলেও মুছে গেছেঠ উইন্ডিজকে তিন ম্যাচের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করার মাধ্যমে। শেষ ম্যাচে প্রত্যাশার জয় নিয়ে ক্রিকেট প্রেমিরা রাত জাগে খেলা শেষে করে তৃপ্তি নিয়ে ঘুমাতে যান। তারা হয়তো ঘুম থেকে উঠে চমকিতই হবেন তামিম ইকবালের টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়ার খবর পেয়ে। অনেকের মাথায় হয়তো আকাশও ভেঙ্গে পড়বে।
খেলা শেষ হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণি মঞ্চে তামিম ইকবাল কথা বলেছেন। সেখানে অবসর নিয়ে তিনি কোনো কিছু বলেননি। এমন কি খেলা শেষে সংবাদ সম্মেলনেও। তিনি ঘোষণাটি দেন তার ফেসবুক পেইজে বাংলাদেশ সময় রাত ৪টার দিকে। সেখানে তিনি ১২ শব্দে লিখে জানিয়েছেন তার এই অবসরের কথা। তিনি লিখেছেন, ‘আর্ন্তজাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করবেন। ধন্যবাদ সবাইকে।’ এরপর বাই বাই দেয়া তিনটি ইমোজি দিয়েছেন।
তামিম ইকবাল যে এভাবে অপ্রত্যাশিতভাবে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাবেন তা হয়তো অনেকেরই ভাবনায় ছিল না। যদিও কয়েকদিন আগে তিনি এভাবে ইমোজি দিয়ে বিদায়ের কথা বলে পোষ্ট দিয়ে কিছুক্ষন পরই আবার তা মুছে দিয়েছিলেন।
তামিম ইকবাল অবসর নিলেও টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে তার সর্ম্পক ছিল না ২০২০ সালের ৯ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ম্যাচ খেলার পর থেকেই। গত বিপিএলের পর তিনি বিসিবির কাছ থেকে ছয় মাসের ছুটি নিয়েছিলেন। যা শেষ হওয়ার কথা এ মাসের ২৭ জুলাই। সবাই অপেক্ষা করছিলেন তামিম ছুটি শেষে আবার ফিরবেন টি-টোয়েন্টি ক্রিকেটে। সেখানে তিনি আচমকা ঘোষণা দিলেন অবসরের।
দেশের হয়ে তিনি ৭৮টি ম্যাচ খেলে রান করেছেন ১৭৫৮। সেঞ্চুরি আছে একটি অপরাজিত ১০৩ রানের। আর্ন্তজাতিক ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি এই একটিই। হাফ সেঞ্চুরি আছে সাতটি। গড় ২৪.০৮। স্ট্রইক রেট ১১৬.৯৬।
এমপি/এএস