টস জিতে আবারও ফিল্ডিংয়ে বাংলাদেশ
উইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের যে চিত্র, একদিনের সিরিজে তার বিপরীত চিত্র। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ পাত্তাই পায়নি। প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টেও হেরেছে বাজেভাবে। টি-টোয়েন্টিতেও একই অবস্থা। শুধু বৃষ্টি এসে বাঁচিয়ে দিয়েছিল একটি ম্যাচ। নতুবা সেই ম্যাচেও বাংলাদেশ একই পরিণতি বরণ করত!
একদিনের সিরিজে বাংলাদেশ আবার পাত্তা দিচ্ছে না উইন্ডিজকে। নিজেদের শক্তিমত্তা দেখাচ্ছে বেশ ভালোভাবেই। প্রথম দুই ম্যাচে উইন্ডিজকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। ৬ ও ৯ উইকেটে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে। এই আলোকে বলা যায় তৃতীয় ম্যাচেও উইন্ডিজ বাধার কোনো কারণ হয়ে উঠার কথা নয়।
আজ জিতলেই বাংলাদেশ উইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে। যা হবে বাংলাদেশের ষোলতম হোয়াইটওয়াশ। আর উইন্ডিজের বিপক্ষে তৃতীয়। কিন্তু বাংলাদেশ কী পারবে লক্ষ্য পূরণ করতে? অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশ টানা তৃতীয় ম্যাচেও টস জিতেছে। নিয়েছে যথারীতি ফিল্ডিং।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান, শাই হোপ, রভম্যান পাওয়েল, সামারাহ ব্রুকস, ব্রেন্ডন কিং, কেসি কার্টি, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মোতি, আলজেরি জোসেফ, আকিল হোসেন।
এমপি/আরএ/