রেকর্ড গড়ে মেসির হাতে ব্যালন ডি’অর
ছবি : সংগৃহীত
বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কিকে পেছনে ফেলে ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডি’অর জিতে রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
২৯ নভেম্বর (সোমবার) দিবাগত রাতে প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের শেষভাগে ব্যালন ডি’অর ট্রফি জয়ীর নাম ঘোষণা করা হয়।
ফুটবলের সবচেয়ে মর্যাদার এই পুরস্কার দিয়ে থাকে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন। জানা গেছে, ব্যালন ডি’অর পুরস্কারের জন্য প্রথমে ৩০ জন ফুটবলারকে বাছাই করেছিল তারা। এরপর ৩০ জন থেকে কমিয়ে পাঁচজনে আনা হয়। সেই পাঁচজনের তালিকায় রবার্ত লেভানডোস্কি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা কিংবা জর্জিনহোর মতো তারকার নাম ওঠে আসে।
শেষ পর্যন্ত ১৮০ জন নির্বাচিত সাংবাদিকের ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভানদোফস্কিকে পেছনে ফেলে ক্যারিয়ারে সপ্তমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার জিতেন মেসি।
এর আগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ব্যালন ডি’অর পুরস্কার জিতেন মেসি। এরপর টানা না হলেও ২০১৫ ও ২০১৯ সালে আবারও পুরস্কারটি জিতেন এই মহাতারকা।
এদিকে এই পুরস্কার জিতার লড়াইয়ে অন্যান্যদের তুলনায় অনেক পিছিয়ে ছিলেন পাঁচবার ব্যালন ডি’অর জেতা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার ষষ্ঠ হয়েছেন তিনি।
এসআইএইচ/টিটি