ব্যয় সংকোচনের বলী নয় হাসান!
উইন্ডিজ সফরে পেসার হাসান মাহমুদর এমনিতেই যাওয়ার কথা ছিল। কিন্তু পেসার শহীদুল ইসলাম ইনজুরিতে পড়লে হাসান মাহমুদের এমনিতেই দলে ঢুকে পড়ার কথা। নির্বাচকদের পক্ষ থেকে সে রকমটিই জানানো হয়েছিল। কিন্তু হাসান মাহমুদের আর দলে ঢুকায়ও হয়নি, এমন কি দলের সঙ্গে উইন্ডিজ সফরেও যাওয়া হচ্ছে না। তার এই না যাওয়ার কারণ হিসেবে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নেয়া ব্যয় সংকোচন নীতিকেই মনে করা হয়েছিল। কিন্তু বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তা নয় বলে জানিয়েছেন।
আজ তিনি সাংবাদিকদের বলেন, 'বিষয়টা এরকম না। হয়ত ইন্টারচেঞ্জের কোনো ব্যাপার আসবে। এমন নয় যে কাউকে বাদ দিয়ে ব্যয় সংকোচন করা হচ্ছে, এমন না।' সফরে নির্বাচক ডাক্তারসহ আরো কয়েকজনের না যাওয়ার বিষয়ে তিনি বলেন, 'সেটা একটা বিষয়। কিন্তু আপনি তো খেলোয়াড়ের কথা বলছেন। টিম কম্বিনেশন বা অন্য বিষয়গুলোতে পরিকল্পনায় পরিবর্তন আসলে সেটা হতেই পারে। এমন নয় যে আর্থিক কারণে। এখানে আর্থিক কোনো কারণ জড়িত নেই, আমি সেটাই মনে করি।' এই সফরে নির্বাচকদের পক্ষ থেকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর যাওয়ার কথা ছিল।
এভাবে ব্যয় সংকোচনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাহী বলেন, 'আমাদের বেশ কিছু কার্যক্রম আছে। এর মধ্যে অবকাঠামোগত উন্নয়ন রয়েছে। সেক্ষেত্রে বড় ধরনের পুঁজির প্রয়োজন হবে। আন্তর্জাতিক অর্থনীতিতে যেহেতু ওরকম উন্নতি নেই, তাই প্রভাব তো পড়ছেই। সব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যতটুকু সম্ভব ব্যয় সংকোচন করা যায়। তবে নিশ্চয়তা দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের এফটিপিতে প্রভাব পড়ছে না।'
বিসিবির প্রধান নির্বাহী এশিয়া কাপ নিয়েও কথা বলেন। শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার কারণে সেই দেশে এশিয়া কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে বাংলাদেশের স্বাগতিক হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠে। কিন্তু শ্রীলঙ্কা আয়োজন করতে বদ্ধ পরিকর। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, 'এশিয়া কাপের স্বত্ব শ্রীলঙ্কার। সেভাবেই আমরা জানি। ওদের বোর্ডের সংলিষ্ট যারা আছেন তাদের সাথে আইপিএল ফাইনালে দেখা হয়েছে। তারা শ্রীলঙ্কায় আয়োজনের ব্যাপারেই আশাবাদী।'
এমপি/এএজেড