ওয়ার্নার-ফিঞ্চ ঝড়ে ১০ উইকেটে জিতল অস্ট্রেলিয়া
শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু শেষটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দারুণ শুরুর পর ২৮ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে বসে তারা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১০০ রান তুলে নেয় লঙ্কানরা।
শুরুতে ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলে দানুষ্কা গুনাথিলাকা ফিরলেও ভালো অবস্থানে ছিল শ্রীলঙ্কা। পাথুম নিসানকা ও চারিথ অসালঙ্কার ব্যাটে পাওয়ারপ্লেতে তারা তুলে নেয় ৬০ রান। শ্রীলঙ্কার এমন উড়ন্ত সূচনা বড় স্কোরের ইঙ্গিত দিয়েছিল ঠিকই। তবে তা আর হয়নি।
অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউডের এক ওভারের ধাক্কা সামাল দিতে পারেনি লঙ্কানরা। নিশাঙ্কাকে স্লোয়ার ইয়র্কারে ফেরান মিচেল স্টার্ক। তিনি ৩১ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। পরের ওভারে হ্যাজেলউডের তাণ্ডবে একে একে ফিরেন কুশল মেন্ডিস (১), ভানুকা রাজাপাকসে (০) ও দাসুন শানাকা (০)।
আসালাঙ্কা এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও পারেননি। তিনি ৩৪ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৮ রান করে ফিরেন সাজঘরে। আর শেষ দিকে ১৫ বলে ১৭ রানের ইনিংস খেলেন ভানিন্দু হাসারাঙ্গা। এর ফলে ১৯.৩ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন হ্যাজেলউড। আর মিচেল স্টার্ক ৪ ওভারে ২৬ রান খরচায় তুলে নেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে চড়ে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ফিঞ্চ-ওয়ার্নারের তাণ্ডবে ১৪ ওভারেই জয় তুলে নেয় অজিরা। ৪৪ বলে ৯ চারে ৭০ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। আর ফিঞ্চ ৪০ বলে ৪ চার ও সমান ছয়ে ৬১ রানে অপরাজিত ছিলেন। এর ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
এসজি/