চার্টার্ড বিমানে কাল আসছে বিশ্বকাপ ফুটবল ট্রফি
বিশ্বকাপ ফুটবলকে বলা হয়ে থাকেব গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ। প্রতি চার বছর পর পর যখন বিশ্বকাপ ফুটবলের আসর বসে, তখন গোটা বিশ্বের নজর থাকে এই আসরের দিকে। বিশ্বকাপ ফুটবল বলে কথা। এবারের আসর বসবে মরুর বুকে কাতারে। সেই আসরকে সামনে রেখে ভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। ঘুরতে ঘুরতে এই ট্রফি আগামীকাল আসবে বাংলাদেশে। তবে সাধারণ কোনো বিমানে নয়।
চার্টার্ড করা বিমানে বাংলাদেশ সময় সকাল পৌনে এগারটায় এসে পৌঁছাবে হযরত শহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনসহ নির্বাহী কমিটির সদস্যরা ট্রফি গ্রহণ করবেন। ট্রফির সফর সঙ্গী হিসেবে থাকবেন ফিফার সাতজন ও বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল পার্টনার কোকাকোলার কয়েকজন কর্মকর্তা এবং ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারেম্বু। তিনি ফ্রান্সের হয়ে ৫৪টি ম্যাচ খেলেছেন। একটি গোলও আছে তার।
দুই দিনের সফরে বিশ্বকাপ ফুটবলের ট্রফি বাংলাদেশে আসছে পাকিস্তান থেকে। বাংলাদেশ থেকে যাবে পূর্ব তিমুরে।
বিশ্বকাপ ফুটবলের ট্রফির বাংলাদেশের অবস্থানের কর্মসূচি কিছুটা পরিবর্তন এসেছে। নতুন কর্মসূচি অনুযায়ী ট্রফির সঙ্গে সাধারণ ফুটবল প্রেমীদের ছবি তুলার সুযোগ থাকছে কম। সাধারণ দর্শকের জন্য আর্মি স্টেডিয়ামে কনর্সাট দেখার সুযোগ থাকছে। কিন্তু সেখানে ট্রফির সঙ্গে ছবি তুলার সুযোগ কমই থাকবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সুযোগ।
আগামীকাল সকালে বাংলাদেশে আসার পর ট্রফি যাবে হোটেল রেডিসনে। সেখান থেকে পরে যাবে ঙ্গভবন ও গণভবনে। রাতে থাকবে নৈশ্যভোজ। যেখানে সমাজের বিশিষ্ট জনেরা আসবেন আমন্ত্রিত হয়ে। পরেরদিন হোটেল রেডিসনে ফুটবলারদের ছবি তুলার জন্য থাকবে একটি বিশেষ সেশন। সেখান থেকে পরে যাবে আর্মি স্টেডিয়ামে। এখান থেকে ট্রফি চলে যাবে পূর্ব তিমুরের পথে।
এমপি/এমএমএ/