মেসির ৫ গোল, আর্জেন্টিনা অপরাজিত ৩৩ ম্যাচে
দুর্দান্ত সময় কাটছে আর্জেন্টিনার। ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়ের পর এবার এস্তোনিয়ার বিপক্ষে গোল উৎসবে মাতে লিওনেল মেসিরা। এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। সবগুলো গোলই করেছেন মেসি।
রবিবার (৫ জুন) রাতে স্পেনের প্যাম্পলোনার এল সাদার স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে র্যাঙ্কিংয়ের ১০৬ ধাপ নিচের এস্তোনিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। উত্তর ইউরোপের এই দেশটিকে ৫ গোলে হারিয়ে টানা ৩৩ ম্যাচে অপরাজিত রইল তারা।
এর আগে ক্লাব ফুটবলে বার্সেলোনার জার্সিতে এক ম্যাচে ৫ গোলের রেকর্ড করেছিলেন মেসি। এবার জাতীয় দলের জার্সিতেও ৫ গোলের দেখা পেয়েছেন তিনি। ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে শুরু। দ্বিতীয় গোলটি আসে ৪৫ মিনিটে। পাপু গোমেজের পাসে ডান দিক থেকে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে এস্তোনিয়ার জালে বল জড়ান মেসি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ৪৭ মিনিটে মলিনার ক্রসে গোল করেন এই তারকা। ৭১ মিনিটে এস্তোনিয়ার জালে বল জড়িয়ে ব্যবধান ৪-০ করেন মেসি। আর ৭৫ মিনিটে মেসি পঞ্চম গোলের দেখা পান। ম্যাচের বাকি ১৫ মিনিটে মেসিকে আটকে রেখে তাকে ডাবল হ্যাটট্রিক থেকে বঞ্চিত করে এস্তোনিয়া।
শেষ পর্যন্ত মেসির অসাধারণ নৈপুণ্যে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে আর্জেন্টিনা। এর আগে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালিসিমা কাপ জেতে আলবিসেলেস্তেরা।
এসজি/