টেস্ট ক্রিকেট রকেট সাইন্স না: তামিম
মুমিনুল হকের পরিবর্তে সাকিবকে টেস্ট অধিনায়কের দায়িত্ব দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাকিব অধিনায়ক। এরপরই তিনি জানিয়েছিলেন উইন্ডিজ সফরের পর জিম্বাবুয়ে সফরে সাকিব আবার যাবেন না। পরবর্তীতে আবার সব ম্যাচ খেলবেন। কিন্তু একজন অধিনায়ককে নির্দিষ্ট কোনো মেয়াদ পর্যন্ত দায়িত্ব না দেওয়াটা বিসিবির নিজস্ব ব্যাপার বলে জানিয়েছেন তামিম ইকবাল। এখানে তাদের নিয়ন্ত্রণে কিছু নেই বলেও জানান তামিম।
রবিবার (৫ জুন) রবি টেলকমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তামিম বলেন, 'ক্যাপ্টেনসি বিষয়টা বোর্ডের। কাকে দিবে, কাকে দিবে না। কাকে মনে করে রাইট। কতদিন থাকবে, কতদিন থাকবে না, এটা বোর্ড ঠিক করে। আমাদের হাতে কোনো কন্ট্রোল নেই।'
তবে সাকিবকে সময় দেওয়ার পক্ষে তামিম। সাকিবের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, 'এই ফরম্যাটে ফলাফল আমাদের পক্ষে আসে না। আমি যখন অধিনায়ক হয়েছি, তখন বলেছি যে আমার অনেক সময় দরকার। সাকিবের ক্ষেত্রেও তাই। তাকে আপনার সময় দিতে হবে। ধৈর্যহারা হলে হবে না। এই ফরম্যাটে আমরা ভালো খেলি না। আশা করি ২-৩ বছরে টেস্টে আমরা ভালো দল হবো।'
টেস্ট ক্রিকেট রকেট সাইন্স না উল্লেখ করে তামিম ইকবাল বলেন, 'আমি ওর (সাকিব) অধিনায়কত্বে দুবার খেলেছি। ২০১১ এর আগে এবং শেষবার যখন ছিল। এটা রকেট সাইন্স না। আমরা জানি, তার ক্রিকেটীয় মস্তিষ্ক খুব ভালো। আর আমি নিশ্চিত, টেস্ট দলের অধিনায়ক হওয়াটা সহজ কিছু নয়।'
সাকিব তৃতীয় দফা অধিনায়ক হওয়ার পর উইন্ডিজ সফর দিয়ে আবার শুরু করতে যাচ্ছেন। কিন্তু এই সিরিজের পর তিনি আবার জিম্বাবুয়ে সফরে যাবেন না। যদিও জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের নেই কোনো টেস্ট সিরিজ। শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে। সাকিবের না যাওয়া নিয়ে তামিম ইকবাল বলেন, 'জিম্বাবুয়ে সফরে কে যাচ্ছে আর কে যাচ্ছে না এটা নিয়ে আমি ওরিড না।'
এমপি/এসজি/