প্রধানমন্ত্রীর উপহার পেলেন নারী ফুটবলার আঁখি
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় এবং সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের গোল্ডেন বুট জয়ী আঁখি খাতুনকে জমি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৮ শতক জমি পেয়েছে আঁখির পরিবার।
শনিবার (৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার আঁখির পরিবারের কাছে জমির দলিল হস্তান্তর করেন।
এসময় কবির বিন আনোয়ার বলেন, জাতীয় দলে আঁখির অসামান্য কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পক্ষ থেকে তার পরিবারকে তিন বছর আগে জমি দেওয়া হয়েছিল। কিন্তু সেই জমি নিয়ে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছিল। বিষয়টি বাফুফের সভাপতি ও বিভিন্ন মন্ত্রণালয়ে জানায় আঁখি।
তিনি আরও বলেন, আঁখির পরিবারের জন্য উপযুক্ত জমির ব্যবস্থা করে দিতে মন্ত্রণালয় থেকে আমরা সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে কথা বলি। এরই ধারাবাহিকতায় আজ আঁখির মা-বাবার কাছে আনুষ্ঠানিকভাবে এই জমির দলিল হস্তান্তর করা হলো।
জেলা প্রশাসক ফারুক আহম্মেদ বলেন, আঁখির পরিবারকে ৮ শতক জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বর্তমানে জমিটি জলাশয়ের মধ্যে রয়েছে। জায়গাটি আঁখি ও তার পরিবারের জন্য ব্যবহার উপযোগী করে দেওয়া হবে। আঁখির পরিবার যেন কোনো আর্থিক ব্যয় ছাড়াই জায়গাটি ব্যবহার করতে পারে আমরা সেই ব্যবস্থার লক্ষ্যে কাজ করছি।
জমির কাগজ বুঝে পেয়ে আঁখির বাবা আক্তার হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমার মেয়েকে যে উপহার দিয়েছেন তা দেখে আরও অনেক মেয়ে অনুপ্রাণিত হবে। প্রধানমন্ত্রীর এই উপহার আমার মেয়েকে ভবিষ্যতে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে। আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব।
প্রসঙ্গত, ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করে টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আঁখি খাতুন। টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গোল্ডেন বুট পেয়েছিলেন তিনি।
এসজি/