চারে তামিম ফ্যান্টাস্টিক!
তিন ফরম্যাটের ক্রিকেটে এক প্রান্তে তামিম ইকবাল বাংলাদেশের অবিসংবাদিত ওপেনার। অপর প্রান্তে চলছে আসা-যাওয়ার মিছিল। সেই ২০০৭ সালে আর্ন্তজাতিক ক্রিকেট পথ চলা শুরু করার পর তামিম নিজের সামর্থ্য দিয়ে নিজের প্রান্তকে এটেল মাটির মতো পোক্ত করে নিয়েছেন তিনি।
তিন ফরম্যাটে তিনি এখন পর্যন্ত মোট ম্যাট খেলেছেন ৩৭০টি। রান করেছেন ১৪.৫৬৫। সেঞ্চুরি ২৫টি। হাফ সেঞ্চুরি ৯০টি। এ সবই তিনি করেছেন ইনিংসের গোড়পত্তন করতে এসে। সেই তামিম ইকাবলকে ব্যাটিং কোচ চারে খেলাতে চান। তার মতে চারে তামিম ইকবাল হবে ফ্যান্টাসটিক। কিন্তু সিডন্স তার এই ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে পারছেন না ওপেনিংয়ে ভালো কোনো ওপেনার না থাকাতে।
শনিবার (৪ জুন) মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে সুযোগটা পায় (একটু নিচে নামার)। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে ধারণা আমার। তবে আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে!
ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে, এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে ফ্যান্টাস্টিক হবে।’
এমপি/এমএমএ/