গুরুতর চোটে ছিটকে গেলেন জেরেভ, ফাইনালে নাদাল
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল। কিন্তু তিনি হয়তো ভাবেননি ম্যাচ চলাকালে জেরেভের চোটে সবকিছু তালগোল পাকিয়ে যাবে। আর এভাবেই ফাইনালে উঠে যাবেন তিনি। প্রাথমিক চিকিৎসার পর হুইলচেয়ারে করে আলেকজান্ডার জেরেভকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে জেরেভ খেলায় ফিরতে না পারলে নাদালকে জয়ী ঘোষণা করা হয়।
শুক্রবার রোলাঁ গাঁরোয় সেমিফাইনাল ম্যাচটি দুর্দান্ত এক লড়াই দিয়ে শুরু করেন জার্মান তারকা আলেকজান্ডার জেরেভ ও স্প্যানিস তারকা রাফায়েল নাদাল।
ম্যাচের প্রথম সেটে শুরুটা অসাধারণ করেছিলেন জেরেভ। নাদালের সার্ভিস ব্রেক করে ৪-২ গেমে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে নাদালও ঘুরে দাঁড়ান দাপটের সঙ্গে। অবশেষে সেটটি গড়ায় টাইব্রেকারে। ৭-৬ গেমে জেতেন নাদাল। দ্বিতীয় সেটের ফলাফলও নির্ধারণ হয় টাইব্রেকারে গিয়ে। টাইব্রেকারে ৬-২ এ এগিয়ে যান জেভেরেভ। সেট হারের মুখ থেকে আরও একবার ঘুরে দাঁড়ান নাদাল। তৃতীয় গেমে একটি ৪৪ শটের র্যালিতে পয়েন্ট নিয়ে জেরেভের সার্ভিস ব্রেক করেন নাদাল। পরের গেমেই ৪-২ এ এগিয়ে যান জেরেভ। ঠিক এভাবে পাল্টাপাল্টি লড়াইয়ে এগিয়ে যাচ্ছিলেন দুজনই। কিন্তু দ্বিতীয় সেটের স্কোরলাইনে যখন দুজনই ৬-৬ সমতায় ফিরল তখনই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা।
একটি বল ঝুঁকে রিটার্ন করতে গিয়েই গোড়ালি উল্টে যায় জেরেভের। ব্যাথার যন্ত্রণায় তাৎক্ষণিক কোর্টে শুয়ে পড়েন তিনি। পরে আঘাত এতটাই গুরুতর যে তাকে হুইলচেয়ারে বসিয়ে কোর্টের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর সাত মিনিট পর লকার রুম থেকে বেরিয়ে কোর্টে আসেন জেরেভ। তবে ক্র্যাচ হাতে। অপরদিকে আনুষ্ঠানিকভাবে ম্যাচ শেষ করার জন্য অপেক্ষা করছিলেন আম্পায়ারও।