ফ্রান্সের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ডেনমার্কের জয়
ডেনমার্কের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারল না বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শুক্রবার (৩ জুন) প্যারিসের জাতীয় স্টেডিয়ামে উয়েফা নেশন্স লিগে স্বাগতিকদের ২-১ গোলে হারায় ডেনিসরা। আর দলের হয়ে দুটি গোলই করেন আন্দ্রেস করনেলিয়াস।
এদিন ম্যাচের শুরু থেকেই একচটিয়াভাবে খেলে ফ্রান্স। পরিসংখ্যান এমনটিই বলছে। প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রাখে ফরাসিরা। এর মধ্যে তারা গোলের উদ্দেশে ১৯টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারেন মাত্র ৬টি শট। বিপরীতে ডেনমার্কের নেওয়া আট শটের মধ্যে পাঁচটিই ছিল লক্ষ্যে। এর ফলে প্রথমার্ধে গোল বঞ্চিত থেকেই বিরতিতে যেতে হয় বিশ্বচ্যাম্পিয়নদের।
অবশ্য দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে করিম বেনজেমার দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় ফ্রান্স। এটি নিয়ে দেশের হয়ে ২৪ দলের বিপক্ষে গোল করলেন তিনি। সেইসঙ্গে আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা দাঁড়াল ৯৫ ম্যাচে ৩৭টি।
এদিকে বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ডেনমার্কের কর্নিলিউস। ৬৮তম মিনিটের প্রতিপক্ষের ডি-বক্সে সতীর্থদের বাড়ানো ক্রস থেকে বল পেয়ে বিনা বাধায় ডান পায়ের ভলিতে দলকে সমতায় ফেরান তিনি। এরপর জয়সূচক গোলের জন্য আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় ফ্রান্স। তবে শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ৮৮ মিনিটে দ্বিতীয় গোল করে ডেনিসদের জয় উপহার দেন তিনি।
এসআইএইচ