রিকার্দোর গোলে হার এড়াল পর্তুগাল
ম্যাচের শেষ দিকে রিকার্দো হোর্তার গোলে হার এড়াল পর্তুগাল। বৃহস্পতিবার (২ জুন) রাতে স্পেনের সেভিয়ায় স্বাগতিকদের বিপক্ষে ১-১ সমতায় ম্যাচ শেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
উয়েফা নেশন্স লিগের ২ নম্বর গ্রুপের এই ম্যাচটির শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রাখে স্পেন। এর ফলে প্রথমভাগের ২৫তম মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। স্পেনের জার্সিতে এটি তার ২৬ তম গোল।
অপরদিকে পর্তুগালের আক্রমণভাগ হতাশ করে সমর্থকদের। এদিন প্রথম একাদশে রোনালদোকে রাখেননি পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। আক্রমণভাগ সাজিয়েছিলেন সিরি আ’র বর্ষসেরা খেলোয়াড় রাফায়েল লিয়াও, আন্দ্রে সিলভা আর ওতাভিওকে দিয়ে। কিন্তু ফল মেলেনি। কারণ ১৮তম মিনিটে গোলের সুযোগ পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি লিয়াও। ফলে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের খেলায় আরও গতি বাড়ায় দুই দলই। তবে দুই দলের আঁটসাঁট রক্ষণভাগের কারণে গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি কেউই। এরপরও এক গোল নিয়েই জয়ের পথে হাটছিল স্পেন। তবে স্পেনের সেই স্বপ্ন ভেস্তে যায় রিকার্দো হোর্তার গোলে। লিয়াওয়ের বদলি হিসেবে হোর্তাকে মাঠে নামান পর্তুগিজ কোচ। আর মাঠ নেমেই ম্যাচের ৮২তম মিনিটে জোয়াও ক্যানসেলোর পাস ধরে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত তার গোলেই স্বস্তির ড্রয়ে খেলা শেষ করে পুর্তগাল।
এই ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিয়ে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে পর্তুগাল এবং তৃতীয় অবস্থানে স্পেন রয়েছে।
এসআইএইচ