করোনায় আক্রান্ত সাকিব
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। করোনা পজিটিভ হওয়ায় চট্টগ্রাম টেস্টে থাকছেন না তিনি।
মঙ্গলবার (১০ মে) বিসিবি চিকিৎসক মনজুর কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসক মনজুর বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে সাকিব গতকাল সোমবার (৯ মে) দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছেন তিনি। বর্তমানে তিনি নিজের বাসায় আইসোলেশনে আছেন।’
সাকিব আল হাসান গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন। এরপর পারিবারিক কারণে ছুটি নিয়ে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরের চার টেস্ট খেলা থেকে বিরত ছিলেন তিনি।
তবে এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন সাকিব। করোনা শনাক্ত হওয়ায় ১৫ মে থেকে অনুষ্ঠেয় চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না তার। এখন সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশকে।
সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষ করে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। সেখান থেকে টেস্ট সিরিজে খেলার জন্য দেশে ফেরেন সোমবার। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি।
আরএ/