মাঠে গড়ানোর আগেই ছড়াল অ্যাশেজের উত্তাপ
অ্যাশেজ মানেই ইংল্যান্ড-অষ্ট্রেলিয়ার খেলা। তবে সাদা পোশাকে দুই দলের মধ্যকার এই সিরিজ শুরুর আগেই মাঠের বাইরে স্ক্যান্ডেলের ঘটনায় ছড়াল উত্তাপ। অভিযোগ, নারী কেলেঙ্কারি। সেই অভিযোগের ফাঁদে পড়তে হলো অজি অধিনায়ক টিম পেইনকে। এজন্য সিরিজ শুরুর ১৭ দিন বাকি থাকতেই এই অভিযোগ স্বীকার করে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
বিবিসি, ক্রিকেটবাজ ও দ্য গার্ডিয়ানের খবরে জানা যায়, ২০১৭ সালে ক্রিকেট তাসমানিয়ার এক সাবেক নারী কর্মীকে যৌন উস্কানিমূলক বার্তা পাঠিয়েছিলেন টিম পেইন। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বিষয়টি প্রমাণিত হলে হোবার্টে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার(সিএ) চেয়ারম্যান রিচার্ড ফ্রয়েডেনস্টাইন ক্রিকেটবাজকে বলেন, ‘টিম মনে করেন অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া তার পরিবার এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের সর্বোত্তম।’ তিনি আরও বলেন, ‘আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। সিএ এই ধরনের ভাষা বা আচরণকে ক্ষমা করে না।’
তবে এখনও অস্ট্রেলিয়া দলের অংশ হতে চান টিম পেইন। দক্ষিণ আফ্রিকা সফরে বল-টেম্পারিংয়ের ঘটনায় অধিনায়কত্ব হারান স্টিভ স্মিথ। এরপর পেইনকে টেস্টের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়।
এর আগেও অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজে আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটায় অজিরা। এ সময় ভারতীয় খেলোয়াড়দের স্লেজিং করতে গিয়ে স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েছিলেন পেইন। মেজাজ হারিয়ে বিরাট কোহলির সঙ্গে স্লেজিং করেন তিনি।
এসব ঘটনার পর পেইনের ক্যারিয়ার নিয়ে দেখা দিতে পারে অশনিসংকেত। কারণ ব্যাট হাতে তার রেকর্ড খুব একটা ভালো না। ৩৫টি টেস্ট খেলে একটিও সেঞ্চুরি করতে পারেননি তিনি। ৮ ইনিংসে তার ব্যাটিং গড় ৩৫ দশমিক ৮৭।
এদিকে আচরণবিধি ভঙ্গের প্রতিযোগিতায় পিছিয়ে নেই ইংল্যান্ড। চার বছর আগে নিজেদের সর্বশেষ ব্রিস্টল সফরে একের পর এক আচরণবিধি ভঙ্গের কাজ করেছিল অ্যাশেজ খেলা এই দল। সেই সফরে স্টোকসের ঝগড়া, ব্যানক্রফটে জনি বেয়ারস্টোর ‘হেডবাট’ এবং জেমস অ্যান্ডারসনের ওপর ড্রিঙ্ক ঢেলে দেওয়ার মতো ঘটনা ঘটায় দলটির খেলোয়াড়রা।
উল্লেখ্য, ডিসেম্বরে ইংল্যান্ড ও অষ্ট্রেলিয়া মধ্যকার পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ শুরু হবে। সিরিজের প্রথম ম্যাচটি ৮ ডিসেম্বর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। বাকি তিনটি ম্যাচ অ্যাডিলেইড, মেলবোর্ন, সিডনি ও পার্থে অনুষ্ঠিত হবে।
এসআইএস/এসএ/