আইসিসির বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রমোশন
তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে নাজুক অবস্থা টি-টোয়েন্টি ক্রিকেটে। অবস্থা এমনই নাজুক যে আইসিসিরি পূর্ণ সদস্য হওয়ার আগেই আফগানিস্তানের মতো দলও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে ছিল। বিশ্বকাপ তারা খেলত সরাসরি। বাংলাদেশকে আসতে হতো বাছাইপর্বের গন্ডি পেরিয়ে। সেখানে বাংলাদেশে আইসিসির বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে একমাত্র টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েই নিজেদের উন্নতি ঘটাতে পেরেছে। বাকি দুই ফরম্যাটে উন্নতি না হলেও অবনতি হয়নি। অর্থ্যাৎ অবস্থানের কোনো হেরফের হয়নি। আগের অবস্থানই ধরে রেখেছে।
আজ আইসিসি তাদের বার্ষিক হালনাগাদ যে তালিকা প্রকাশ করেছে, সেখানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের একধাপ উন্নতি হয়েছে। রেটিং পয়েন্ট ২ বেড়ে ২৩১ থেকে ২৩৩ হয়েছে। আর নয় থেকে উঠে এসেছে আটে। আর আটে থাকা আফগানিস্তান নেমে গেছে দশে। নয়ে আছে শ্রীলঙ্কা। তারা আগে ছিল দশে। টি-টোয়েন্টি র্যাঙ্কিয়ে নিচের দিকে ব্যাপক পরিবর্তন হলেও উপরের প্রথম দিনটি স্থানে আবার কোনো পরিবর্তন হয়নি। এক থেকে তিন পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রেখেছে যথাক্রমে ভারত, ইংল্যান্ড ও পাকিস্তান। এরপর আবার ঘটেছে ব্যাপক পরিবর্তন। চারে থাকা নিউজিল্যান্ড নেমে গেছে ছয়ে। তারা স্থানে উঠে এসেছে পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার জায়গায় গেছে ছয়ে থাকা অস্ট্রেলিয়া। সাতে ছিল উইন্ডিজ। তারা নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে।
এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল সাতে। নতুন তালিকায়ও আছে সাতে। তবে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন না হলেও র্যাটিং পয়েন্ট বেড়েছে দুই। আগে ছিল ৯৩, বর্তমানে ৯৫। ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে তেমন একটা পরিবর্তন হয়নি। শুধুমাত্র পাঁচ ও ছয়ে পরিবর্তন এসেছে। ছয়ে থাকা পাকিস্তান উঠে গেছে পাঁচে। আর পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকা নেমে গেছে ছয়ে। এ ছাড়া নিউজিল্যান্ড যথারীতি নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। একইভাবে স্থান ধরে রেখেছে দুইয়ে ইংল্যান্ড, তিনে অস্ট্রেলিয়া, চারে ভারত, আটে শ্রীলঙ্কা, নয়ে উইন্ডিজ, দশে আফগানিস্তান।
টেস্টে বাংলাদেশের অবস্থান ছিল নয়ে। নতুন তালিকায়ও নয়ে। রেটিং পয়েন্টেরও কোনো পরিবর্তন হয়নি। ৫১-ই আছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়েছে সামান্য। বলা যায় যেন ওয়ানডে র্যাঙ্কিংই। ওয়ানডে র্যাঙ্কিংয়ের মতো শুধুমাত্র পাঁচ আর ছয়ে পরিবর্তন আছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে যেমন পাকিস্তান ছয় থেকে পাঁচে উঠে এসেছিল, এখানেও তাই। ওয়ানডেতে ছিল দক্ষিণ আফ্রিকা, টেস্টে ইংল্যান্ড। এক থেকে চার পর্যন্ত আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সাতে শ্রীলঙ্কা, আটে উইন্ডিজ, দশে জিম্বাবুয়ে।
এমপি/আরএ/