তামিম ইকবাল ঈদ করবেন ঢাকাতেই
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের এই কৃতি সন্তান এবার ঢাকাতেই ঈদ করবেন।
সোমবার (২ মে) ঢাকাপ্রাকাশকে বিষয়টি জানান তামিম।
তামিম ক্যারিয়ারের শুরু থেকেই তিনি তিন ফরম্যাটেই উদ্বোধনী স্থানে নিজের জায়গাটি ধরে রেখেছেন। সেই ২০০৫ সাল থেকে। দীর্ঘ পথ পরিক্রমায় সঙ্গী হিসেবে তিনি পেয়েছেন অনেককেই। কেউই তার মতো করে তিথু হতে পারেননি। এভাবে দেখতে দেখতে ৩৩ বছর বয়সী তামিম ইকবাল নিজেও চলে এসেছেন ক্যারিয়ারের শেষ বেলায়। ফর্ম ও শরীর সাপোর্ট দিলে তাকে আরও কয়েক বছর মাঠে দেখা যাবে।
উত্তন-পতনের ক্যারিয়ারের ড্যাশিং এই ওপেনারের ভালো সময়ই গেছে বেশি। মন্দ সময় ছিল কদাচিৎ। তারপরও তিনি আর্ন্তজাতিক অঙ্গনে ছিলেন না প্রায় এক বছরের মতো। ইনুজরির সঙ্গে ছিল অভিমানও। যে কারণে তাকে সাদা পোষাকে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে তার সার্ভিস থেকে বঞ্চিত হয়েছে দেশ। এ সময় বাংলাদেশ দল মাউন্ট মঙ্গানুই টেস্ট জেতা ছাড়া আর কোনো সাফল্য পায়নি। ফলাফল ছিল সর্বত্রই হার। টি-টোয়েন্টি বিশ্বকাপে কেটেছে খুবই বাজে সময়। এই দুই ফরম্যাটে দলের একজন সেনানি তামিম ইকবাল ওয়ানডে দলে আবার অধিনায়কও। তিনি যখন আর্ন্তজাতিক অঙ্গনে অনুপস্থিত ছিলেন, তখন তার ওয়ানডে দলের কোনো খেলা ছিল না। তিনি ফেরেনও আবার সেই ওয়ানডে ক্রিকেট দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। পরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও সিরিজ জেতেন ২-১ ব্যবধানে।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয়ে তিনি দলের গর্বিত সদস্য না থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম জয় এসেছে তার নেতৃত্বেই। ওয়ানেডে সিরিজ জিতেলও বাংলাদেশ টেস্ট সিরিজ হেরেছিল খুবই বাজভাবে। তামিমের ব্যাটও কিন্তু কথা বলে চলেছে। কিন্তু তিনি এখনো টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন।
দক্ষিণ আফ্রিকা সফরে থেকে ফিরে এসে ঘরোয়া প্রিমিয়ার ক্রিকেট লিগ প্রাইম ব্যাংকের হয়ে খেলে সেখানেও তার ব্যাট হেসেছে। ৪ ম্যাচ খেলে ২ সেঞ্চুরি আর ১ হাফ সেঞ্চুরি তিনি করেন। শ্রীলঙ্কা সিরিজের আগ পর্যন্ত আপাতত বিরতি। সবাই এখন ঈদের আমেজে। ক্রিকেটাররা অনেকেই ফিরে গেছেন নিজ নিজ নীড়ে। তামিম ইকবালও ঈদ করে থাকেন চট্টগ্রামে। কিন্তু এবার তিনি ঈদ করবেন ঢাকাতেই। ঈদের নামাজ পড়বেন মহাখালি ডিওএইচএসে।
এমপি/আরএ/